সাপ, শব্দটা শুনলেই অনেকের মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়। ছোট থেকে বড় নানান রঙের ও নানান জাতের সাপ রয়েছে। তার মধ্যে খুব কম সংখ্যক সাপ আমরা চিনি। ডিসকভারি চ্যানেলে মাঝে মধ্যেই এই সমস্ত সাপেদের নিয়ে আলোচনা হয়। দেখা যায়। বর্তমানে ইন্টারনেটের যুগে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভিডিও (Viral Video) শেয়ার হয়।
কখনো বিষধর সাপের ভিডিও আবার কখনো সাপের সাথে বেজির তুমুল যুদ্ধ এই ধরণের ভিডিও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে চোখে পড়ে। নেটিজেনদের শেয়ারের মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়ে এই সব ভিডিও। সম্প্রতি সাপের এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক বিরল প্রজাতির সবুজ রঙের সাপকে। এই ভিডিওটি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট রিসার্ভ অফিসার সুশান্ত নন্দ। ভিডিওটিতে একটি সাপকে দেখা যাচ্ছে এক মানুষের হাত থেকেই সে জল খাচ্ছে।
একেবারে সবুজ রঙের সাপটি দড়ির মত পাতলা। দেখতেও বেশ সুন্দর, তবে এভাবে সাপ যদি জল খাবার জন্য আসে তাহলে বেশিরভাগ মানুষেরই আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হবে। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি দিব্যি হাতের মধ্যে জল নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন সাপটির দিকে তাকে জল খাবার জন্য।
এই ধরণের বিরল প্রজাতির সুন্দর একটি সাপের জল খাবার ভিডিও শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ধরণের ভিডিও মন ভালো করে দেয়, তাই অনেকেই এই ভিডিওটি দেখেছেন সাথে শেয়ার করেছেন। ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি।
Snake sipping in some water.
Tongue doesn’t help a snake get water.
It is said that they depress their jaws creating negative pressure to draw the water & then seal up the mouth to create a positive pressure & push the water into their body. pic.twitter.com/5KZPxWsHDf— Susanta Nanda IFS (@susantananda3) June 18, 2020