Skip to content

৩০ টাকারও কমে অ্যাকটিভ থাকবে Sim মিলবে ডাটা সহ কলিং এর সুবিধাও, BSNL-র দুর্দান্ত প্ল্যানে কুপোকাত Jio-Airtel-Vi

একদিকে যেমন টেলিকম দুনিয়ায় জিও এবং Airtel আধিপত্য বিস্তার করে রেখেছে তেমন অন্যদিকে কিছুটা হলেও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে বিএসএনএল। এক সময় টেলিকম দুনিয়া থেকে ব্রাত্য হয়ে গিয়েছিল এই বিএসএনএল কিন্তু আস্তে আস্তে আরো একবার নিজের স্বমহিমায় ফিরে আসার চেষ্টা করছে ভারতীয় সঞ্চার নিগম।

এবার বিএসএনএল নিয়ে এলো দুর্দান্ত কিছু অফার। বর্তমানে যেভাবে ডাটা এবং ফোন কলের দাম বেড়ে যাচ্ছে তাতে ভীষণভাবে চিন্তিত সাধারণ মানুষ কারণ ফোন ছাড়া আমরা সকলেই ভীষণভাবে অসহায়। বিশেষ করে যারা একের অধিক সিম ব্যবহার করেন তাদের খরচ এখন অত্যাধিক বেড়ে গেছে। সিম অ্যাক্টিভেট করে রাখার জন্য অতিরিক্ত অর্থ দিয়ে রিচার্জ করতে হচ্ছে প্রতিনিয়ত।

এমতঅবস্থায় বিএসএনএল যে দুটি প্ল্যান লঞ্চ করেছে সেগুলি কিছুটা হলেও আপনাকে স্বস্তি দিতে পারে। এই প্ল্যান গুলি ভীষণ সস্তা। ৫০ টাকার কম খরচে এবার রিচার্জ করতে পারবেন আপনি। এটি ৪৯ টাকা এবং অন্যটি ২৯ টাকা। এবার চলুন দেখে নেওয়া যাক কি কি সুযোগ সুবিধা পাবেন আপনি এই প্ল্যানগুলি রিচার্জ করলে।

৪৯ টাকার প্ল্যান: এই প্ল্যান রিচার্জ করলে আপনি ২০ দিনের বৈধতা সম্পন্ন ডেটা এবং কল দুটোরই সুবিধা পাবেন। আনলিমিটেড কলিং এবং ১ জিবি ডাটা পাবেন আপনি এই প্ল্যান রিচার্জ করলে।

২৯ টাকার প্ল্যান: এই প্ল্যান এক্কেবারে ৪৯ টাকার প্ল্যানের মতো শুধুমাত্র এই প্ল্যানের বৈধতা পাঁচ দিন। পাঁচ দিনের জন্য আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং এক জিবি ডাটা খরচ করার সুযোগ সুবিধা।

প্রসঙ্গত, বর্তমানে যেখানে আকাশ ছোঁয়া দাম নিজের সিম এক্টিভেট করে রাখার জন্য সেখানে বিএসএনএল সিম অ্যাক্টিভেট করার জন্য তেমন ভাবে খরচ করতে হবেনা আপনাকে। আগের থেকেই এখন নেটওয়ার্কিং সমস্যাও অনেকটাই কমিয়ে নিয়েছে বিএসএনএল তাই আপনি নিশ্চিন্তে এই সিম ব্যবহার করতে পারবেন।