রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র ছেলে ইউভান। ২০২০ এর ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে ছোট্ট ইউভান। করোনা আবহে এমন একটা সুখবর রাজের পরিবারে নিয়ে এসেছিল খুশির হাওয়া৷ ইউভানের জন্মের আগেই রাজের বাবা মারা যান। কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান রাজ চক্রবর্তীর বাবা। সেইসময় রাজের পরিবারের সকলেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
এমনকি শুভশ্রীর গর্ভে যখন ইউভান, তখন সেই সময়ে শুভশ্রীকে একা রেখে রাজের পরিবারকে কিছুদিন কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। এই ঘটনার কিছু দিন পর ১১ সেপ্টেম্বর জন্ম হয় ইউভানের। খারাপ সময় কাটিয়ে ফেরে সুসময়৷
ছেলেকে নিয়ে দিব্যি আছেন রাজ শুভশ্রী জুটি। আজ পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন। এবছর জন্মদিনটি বেশি স্পেশাল কারণ পরিচালক প্রযোজক রাজ এখন বাবা, তাই জন্মদিনটা নিজের জন্মভিটে হালিশহরে কাটিয়েছেন৷ সঙ্গে রয়েছেন তাঁর প্রিয় কাছের মানুষেরা। জন্মদিনের আগের রাত থেকেই ঘনিষ্ঠদের সঙ্গে জমিয়ে পার্টি করেছেন এই যুগল। রাজকে ভালোবাসার চুম্বনে আগেই জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন শুভশ্রী। সকাল থেকেই জন্মদিনের নানান মুহূর্ত শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে৷
3 Idiots এর “ফুংসুখ ওয়াংড়ু’র” নতুন আবিষ্কার, মাইনাস তাপমাত্রাতেও ভারতীয় জওয়ানদের লাগবে না ঠান্ডা
এদিন শুভশ্রী আর ইউভান দুজনে রাজকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানালেন৷ ইনস্টাগ্রামের প্রোফাইলে একটা মিষ্টি ভিডিও পোস্ট করেন রাজ। শুভশ্রীর পরনে বেগুনি রঙা শিফন শাড়ি, আর স্লিভলেস সাদা ব্লাউজ। চুল টেনে খোঁপা করে বাঁধা, কানে ঝুমকো। আর সাদা পাঞ্জাবিতে একদম ছোট্ট ইউভান। এই ভাবেই সেজে গুজে মা ছেলেতে মিলে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন৷
&
View this post on Instagram
ইউভানকে কোলে নিয়ে ‘হ্যাপি বার্থ ডে’ বলা শেখাচ্ছেন শুভশ্রী। পাঁচ মাসের খুদের দোল খেতে খেতে ঘুম চলে এলে শুভশ্রীকে বলতে শোনা গেল, ‘মাম্মা এসো ওর ঘুম পেয়ে যাচ্ছে’। রাজকে এই নামে ডাকেন শুভশ্রী।