Skip to content

এবার রাম মন্দির গঠনে পূর্ণ সমর্থনের ঘোষণা করল শিবসেনা। পাস হতে চলেছে নতুন বিল।

সরকার ঠিক করে নিয়েছে সুপ্রিম কোর্টের রায় ছাড়াই রাম মন্দির নির্মাণ করবে তারা। রাজ্যসভার সাংসদ এবং আরএসএস এর ঘনিষ্ঠ রাকেশ সিনহা একটি প্রাইভেট বিল পাস করবেন বলে জানা গিয়েছে। রাকেশ সিনহা যে বিলটি পাস করবেন সেই বিল টিতে সমস্ত বিজেপি সাংসদ রা সমর্থন করবে। ডিসেম্বর মাসে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে সেই অধিবেশনেই বিলটি পাস করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও শিবসেনা বলে দিয়েছেন রাম মন্দির তৈরি করার জন্য তিনি এই বিলের পূর্ণ সমর্থন করবেন। শিবসেনা নেতা সঞ্জয় রাউত লিখিতভাবে জানিয়ে দিয়েছেন যে তিনিও ঐ বিলের পূর্ণ সমর্থন করবেন।

রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে এই বিল পাস করা হয়ে গেলে শিবসেনা বিজেপি একই সাথে সমর্থন আসবে। এবিল প্রথমে রাজ্যসভায় পাস হবে তারপর ও লোকসভায় আসবে যদি রাজ্যসভায় ফেল হয়ে যায় তাহলে পরিষ্কারভাবে বুঝা যাবে বিরোধিতা করা করছে। এছাড়া এর বিকল্প হিসেবে মোদি সরকারের যৌথ অধিবেশনে ডাক দিতে পারেন। তাই মোদি সরকার আদালতের সিদ্ধান্তের অপেক্ষা না করেই মন্দির নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। আবার যোগী আদিত্যনাথ তো আগেই বলে দিয়েছেন তিনি হিন্দু তে আস্থায় আঁচ লাগুক সেটা একেবারে চান না। তবে অনেকে মনে করছেন বিরোধীরা এই বিলের বিরোধিতা করতে পারে।