শাহরুখ ভক্তদের সারা জীবন মনে থাকবে এই তারিখটি। ২৫ জানুয়ারি ২০২৩। দীর্ঘ চার বছরের বিরতির পর অবশেষে কাম ব্যাক। কিং খানের জায়গা যে অন্য কেউ নিতে পারবে না তা আরো একবার প্রমাণ হয়ে গেল আজ প্রত্যেকটি প্রেক্ষাপটের সামনে ঘটে যাওয়া দৃশ্য দেখে। দেশ জুড়ে শুধুমাত্র পাঠান জ্বর। অগ্রিম টিকিট বুকিং-এর ক্ষেত্রে পাঠান পিছনে ফেলে দিয়েছে কেজিএফ চ্যাপ্টার টু কে। ভক্তদের ভিড় সামলানোর জন্য প্রত্যেক প্রেক্ষাপটে বাড়তি স্ক্রিনিং টাইমিং বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রেক্ষাপট থেকে আপাতত বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত সিনেমা।
প্রথম দিনের টিকিট না পেয়েও প্রেক্ষাপটের সামনে ঠাঁই দাঁড়িয়ে রয়েছেন দর্শকরা। কোনভাবে যাতে টিকিট জোগাড় করা যায় তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে। ২৪ জানুয়ারি পর্যন্ত ভারতে মোট ৫,২০০টি পর্দায় পাঠান দেখানোর কথা ছিল কিন্তু ভক্তদের উন্মাদনা দেখে তা বাড়িয়ে দেওয়া হয়েছে ৩০০০টি পর্দায়। ভারতে মোট ৫৫০০ টি পর্দায় দেখানো হবে পাঠান। বিদেশে এই সংখ্যা ২৫০০। অর্থাৎ হিসেব করলে সারা বিশ্ব জুড়ে মোট ৮০০০টি পর্দায় পাঠান দেখানো হবে।
২০ জানুয়ারি থেকে অগ্রিম টিকিট বুক করা শুরু হয়ে গিয়েছিল এবং তখন থেকে বোঝা গিয়েছিল পাঠান প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড ভাঙতে চলেছে। যশরাজ ফিল্মস প্রযোজিত স্পাই ইউনিভার্স-এর এই অ্যাকশন থ্রিলার সিনেমা দেখার জন্য অপেক্ষায় অধীর হয়েছিল ভক্তরা। জন আব্রাহামের অসাধারণ অভিনয় থেকে শুরু করে বন্দুকধারী দীপিকা, সবকিছুই যেন সিনেমাকে অন্য একটা পর্যায়ে নিয়ে গেছে। এছাড়াও রয়েছে সালমান খানের চোখ ধাঁধানো ক্যামিও, সাথে আশুতোষ রানার অভিজ্ঞ অভিনয়।
অতিমারির পর থেকেই বক্স অফিসে একের পর এক বলিউড সিনেমা মুখ থুবড়ে পড়েছিল। সঙ্গে ছিল সুশান্তের মৃত্যুর ঘটনা। একপ্রকার বলিউডকে বয়কট করেছিল সাধারণ মানুষ। তবে সুখ বা দুঃখ কোনটাই মানুষের কাছে বেশিদিন স্থায়ী থাকে না তাই সবকিছু ভুলে গিয়ে আরো একবার পাঠান জ্বরে কাবু হওয়ার জন্য প্রস্তুত সাধারণ মানুষ।