আমাদের সামাজিক জীবনে দিন দিন অপ্রাসঙ্গিকতা বেড়েই চলেছে তার মধ্যে এক বিশেষ হল ,যৌন হেনস্থা। তাই আজ আপনাদের সতর্ক করার জন্যই নিয়ে এলাম একটি খবর।যৌন হেনেস্তার শেষ নেই ,আপনি হয়তো শুনে অবাক হয়ে যাবেন শেষমেষ এবার 92 বছরে এক বৃদ্ধাকে যৌন হেনস্থা করা হলো ,হ্যাঁ আপনি ঠিক শুনেছেন 92 বছরের বৃদ্ধাকে ।
এই 92 বছরে বৃদ্ধাটি অভিযোগ তুলেছেন যে 102 বছরের একজন বৃদ্ধ তাকে যৌন হেনস্থা করে। ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার সিডনিতে এক বৃদ্ধাশ্রমের মধ্যে , পুলিশ বিবরণ দেয় গত মঙ্গলবারের ঘটনা , বৃদ্ধ এবং বৃদ্ধা দুজনেই থাকতেন একই বৃদ্ধাশ্রমে এবং সেখানেই এই অপ্রাসঙ্গিক মূলক ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে থেকে বলা হয়েছে যে এই ব্যাপারে খুব ভালোভাবে তদন্ত করা হবে এবং দোষী কে পুলিশ এখন জেল হেফাজতে রেখেছে এবং পরের সপ্তাহে তাকে আদালতে তোলা হবে এবং দোষী কে দোষী সাব্যস্ত পাওয়া গেলে তাকে সাত বছর পর্যন্ত জেল হতে পারে।
