Skip to content

লাগু 144 ধারা, হাজার হাজার কৃষকের মিছিল ধেয়ে আসছে দিল্লি দিকে।

শুরু হলো কিষান আন্দোলন । হ্যাঁ ,আপনি ঠিক শুনেছেন ভারতীয় কিষান ইউনিয়নের আন্দোলনকারীরা আজ হরিদ্দার থেকে পায়ে হেঁটে দিল্লি রাজধানী পৌঁছাবে, তা নিয়ে শুরু করলো ” কিষান আন্দোলন “। দিল্লি পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এক কড়া পদক্ষেপ এল ‘১৪৪ ‘ ধারা জারি করে পূর্ব দিল্লির কমিশনার পঙ্কজ সিং জানিয়ে দেন আগামী ৮ তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে।যেসব স্থানগুলোর মধ্যে ১৪৪ ধারা জারি করা হবে সেগুলি হল, বিহার ,জগৎপুরি,শকরপুর মধুর বিহার, গাজিপুর ,ময়ূর বিহার, পান্ডব নগর, নিউ আশক নগর থানার অংশবিশেষ।

পুলিশ জানিয়েছে, ৫ – এর বেশি মানুষের জমায়েত দেখা গেলে কড়া পদক্ষেপ নেবে, এছাড়া কোনরকম জনসভার আয়োজন করা যাবে না , তাছাড়া কোনো লাউডস্পীকার মাইক এর ব্যবহার করা যাবে না । এই নিষেধাজ্ঞার কারণগুলি হল, হরিদ্বার থেকে ক্রান্তি যাত্রার সূচনা করেছেন ভারতের ইউনিয়ন সভাপতি রাকেশ টিকাইত। তার নেতৃত্বে শুরু হয় এই কৃষান যাত্রার।