Skip to content

ভারতের সবচেয়ে সুখী রাজ্য বলে কথা! বেরিয়ে আসুন ঘরের কাছেই নীল পাহাড়ের এই দেশ থেকে

tourist place (1)

সব থেকে বড় রাজ্য বা ছোট রাজ্যের কথা তো অবশ্যই জানেন আপনি কিন্তু জানেন কি সবথেকে সুখী রাজ্য (HAPPY STATE ) কোনটি। ঘরের কাছে এই রাজ্যটি রয়েছে কিন্তু অনেকেই এর নাম জানে না। এই রাজ্যটিকে নীল পাহাড়ের দেশও বলা হয়। চলুন গরমের ছুটিতে ঘুরে আসুন সব থেকে সুখী রাজ্য অর্থাৎ মিজোরাম( MIJORAM) থেকে।

ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে যে সৌন্দর্য আমরা দেখতে পাই তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সিকিম, মেঘালয়, মনিপুর, ত্রিপুরা অনেক পর্যটক ঘুরতে যান কিন্তু মিজোরাম ঘুরতে যান না অনেকেই। আর এই মিজোরামই হলো ভারতের সবথেকে সুখী রাজ্য।

tourist place

সিকিমে যেমন যাওয়ার আগে পারমিট লাগে তেমন মিজোরামেও যাওয়ার আগে পারমিট লাগে। কলকাতার মিজোরাম হাউস থেকেই পাওয়া যায় এই পারমিট। অনায়াসেই এই পারমিট পেয়ে যান পর্যটকরা। মিজোরামের রাজধানী আইজল যেন ছবির মত সুন্দর এবং পরিচ্ছন্ন। আপনি রাজধানীতে দেখতে পাবেন মিউজিয়াম, বড় চার্চ, হোলি চার্চ, সোলেমান চার্চ আরো অনেক কিছু। পাহাড়ের খাঁজে খাঁজে ছোট ছোট বাড়িগুলি যেন জোনাকির মত জ্বলতে থাকে রাতে।

অনেকেই জানেন না, এই মিজোরাম রাজ্যের থানজোল এলাকা দিয়ে চলে গেছে কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখা, যে স্থান দিয়ে চলে গেছে সেখানে সেলফি পয়েন্ট বোর্ড লাগানো রয়েছে যাতে যাত্রীরা সহজে বুঝতে পারেন স্থানটি। এই গ্রাম মূলত বস্ত্র শিল্পীদের গ্রাম বলে পরিচিত।

tourist place himesh

থানজোলের আরেকটি বড় আকর্ষণ ভ্যানতাঅং জলপ্রপাত। এটি মিজোরামের সব থেকে বড় ঝর্ণা। এই ঝরনার খুব কাছে যেতে গেলে আপনাকে ট্রেক করে যেতে হবে। কাছেই রয়েছে পুক গুহা এবং ডিয়ার পার্ক। ঘুরতে ঘুরতে স্থানীয় খাবারের আস্বাদনও নিতে পারবেন আপনি। তাহলে আর দেরি না করে এখনই বেরিয়ে পড়ুন মিজোরামের উদ্দেশ্যে এবং সবথেকে নিরিবিলি এবং সুখী রাজ্য ঘুরে আসুন।