মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন একটি নাম যা স্বর্ণ করে লেখার যোগ্য।দুর্ধর্ষ উইকেটকিপার তো বটেই সঙ্গে এত ভালো ফিনিশার ব্যাটসম্যান খুব কমই রয়েছে ক্রিকেটের ইতিহাসে অথবা ধোনির সমান কেউ নেই বললেই কথাটা নিছক মিথ্যে নয়।অনেক টেস্ট সিরিজে অনেক ওয়ানডে টি-টুয়েন্টি সব ম্যাচে অনেক দিন ধরে ধোনির উইকেট কিপিং করে এসেছেন তার উইকেট কিপিং এ দক্ষতা এখনো অপরিসীম ।এত কুইক রেসপন্স কোন উইকেটকিপারের নেই মহেন্দ্র সিং ধোনি ছাড়া। তবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের ম্যাচে এবারে হয়তো ধোনির জায়গা করে উঠতে পারবে না এবারে ধোনির পরিবর্তন দেখা যেতে পারে ঋষভ পন্ট কে। এবারে হয়তো ধোনিকে বিশ্রাম দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। ঋষভ পন্টএর ব্যাটিং ফ্রম এবং খেলা দেখে নিতে চাইছেন নির্বাচকরা ভারত ওয়েস্ট ইন্ডিজ সীমিত ওভারের ম্যাচে।
ধোনির ওপর চাপ বাড়াচ্ছেন ঋষভ পান্থ। হয়তো ধোনির জায়গাও না হয়ে উঠতে পারে পরবর্তী ম্যাচে…
