মধ্যপ্রদেশ,মিজোরাম,ছত্রিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানা এই পাঁচ রাজ্যের গতকাল মুখ্য নির্বাচন কমিশনার রাজ্য নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন। এই রাজ্যগুলির মধ্যে প্রত্যেকটি রাজ্যে এক দফায় নির্বাচন হবে শুধুমাত্র ছত্রিশগড়ে দু’দফায় নির্বাচন হবে। রেজাল্ট এর ফলাফল প্রকাশ হবে 11 ডিসেম্বর।এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে আগামী লোকসভা নির্বাচনের সেমিফাইনাল বলে মনে করছেন রাজনীতিবিদরা। এখন এই পাঁচ রাজ্যে নির্বাচন নিয়ে রাজনৈতিক নেতারা চরম ব্যস্ততায় আছেন।
এই নির্বাচনে জেতার জন্য নেতা-নেত্রীরা উঠে পড়ে লেগেছেন তাই রাজস্থানের প্রধান মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ ঘোষণা করে দিয়েছেন সেই রাজ্যের কৃষকরা বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ পাবেন। আগামী 7 ডিসেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। তবে বিরোধীরা বসুন্ধরা রাজের সিদ্ধান্তে সরব হয়েছেন কৃষকরা শুধু বিদ্যুৎ ই পাবেন না বিনামূল্যে স্বাস্থ্যবীমাও পাবেন।