ডিজিটাল ইন্ডিয়া কথাটি আমাদের সবার কাছে খুব জনপ্রিয় ,মোদি সরকার প্রচলিত একটি প্রচেষ্টা যার সাহায্যে সরকার চেষ্টা করছে সমস্ত মানুষকে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করানোর। আজকাল সিনেমা দেখা হোক বা না হোক আধার কার্ডের রেজিস্ট্রেশন হোক,প্যান কার্ডের রেজিস্ট্রেশন হোক, কোনরকম ফরম ফিলাপ হোক সবই এখন ডিজিটালই করা যায়, তবে পাসপোর্ট রেজিস্ট্রেশন বাকি কেন?
এখন মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি করতে পারবেন নিজের পাসপোর্ট এর রেজিস্ট্রেশন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানালেন অ্যাপটি গুগল প্লে স্টোরে বর্তমান। অ্যাপটির নাম মোবাইল পাসপোর্ট। এই ক্ষেত্রে তিনি আরও একটি পদক্ষেপ নিয়েছেন মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট তৈরি সময় স্বামীর নাম বা ডিভোর্স হওয়া মহিলাদের ক্ষেত্রে প্রাক্তন স্বামীর নাম দেওয়া প্রয়োজন নয়।