Oppo এর সাব ব্র্যান্ড রিয়েল মি এর তরফ থেকে এবার আসতে চলেছে তাদের তৃতীয় স্মার্ট ফোন যার নাম রিয়েলমি টু প্রো।জানা যাচ্ছে এই ফোনে থাকবে স্নাপড্রাগণ 660 এর চিপসেট। তাছাড়া এর আরো একটি অন্যতম ফিচার হলো এতে ওয়াটার ড্রপ নচ্ দেখা যাবে অর্থাৎ এখন আরো বড় এবং কম বেজেল লেন্স যুক্ত ডিসপ্লে। ফোনটি 3gb মেমোরি 32gb ইন্টার্নাল স্টোরেজঃ,4gb মেমোরি 64gb ইন্টারনাল স্টোরেজঃ,6gb মেমোরি 64gb ইন্টার্নাল স্টোরেজঃ, এইরকম ভেরিয়েশন এ আসতে চলেছে। ফোনটির মধ্যে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেখা যাবে।
ফোনটির পেছনে থাকছে 16 মেগাপিক্সেল এর সঙ্গে 5 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এলইডি ফ্ল্যাশ এর সাথে,এবং সামনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এলইডি ফ্ল্যাশ সাথে দেখা যাবে।ব্যাটারি কথা বলতে হলে 3500 এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। কম্পানি তরফ থেকে জানানো হয়েছে 25 সেপ্টেম্বর ফোনটি লঞ্চ করা হবে। ফোনটির সর্বোচ্চ মডেলের দাম 17000 এবং সর্বনিম্ন মডেলের দাম 12000 টাকা অনুমান করা হচ্ছে। এবার ফোনটি লঞ্চ হলে বাকি ডিটেলস জানতে পারা যাবে। তবে নিজের বাজেট ও দরকার মতন আপনার এই ফোন কিনতে পারবেন।