রেল কর্তৃপক্ষের নির্দেশিত যে জায়গায় রেললাইন হওয়ার কথা সেই জায়গাতে রয়েছে বিশাল কবরস্থান। এই কবরস্থানে প্রায় 40,000 শব দেহ রয়েছে বলে মনে করা হচ্ছে। আর এই কবর খুঁড়ে কঙ্কাল গুলিকে বের করার সিদ্ধান্ত নিলো রেল কর্তৃপক্ষ নিজেরাই।এই জায়গাটি হলো লন্ডনের ইউনস্টন টার্মিনালের পাশে অবস্থিত সেন্ট জেমস গার্ডেন পার্ক। প্রায় 17-18 দশকে এই পার্কে মৃতদেহগুলি কে কবর দেওয়া হত। আর এর উপর দিয়ে রেল লাইন তৈরি করার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। এই লাইনটি যুক্ত হবে বার্মিংহামের সঙ্গে। ইতিমধ্যে ওই জায়গা থেকে 1200 টি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ওই কবরস্থানটি হলো ব্রিটেনের সব থেকে বড় কবরস্থান।
ওই এলাকায় প্রত্নতাত্ত্বিকরা 8 মিটার গর্ত খুঁড়ে কঙ্কাল উদ্ধার কাজ শুরু করে দিয়েছে। ও কঙ্কাল উদ্ধার কাজে অনেক ধরনের দাঁত হাড় এর নমুনা পাওয়া গেছে। মাটির নিচ থেকে কঙ্কাল গুলিকে উদ্ধার করে রোদ ও বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য উপরে 11 হাজার বর্গফুটের ছাউনি তৈরি করা হয়েছে।ওই কবরস্থান থেকে ছাত্র দশকে ব্রিটেনের শিল্পাঞ্চল মানুষের আকৃতি প্রকৃতি কেমন ছিল তা অনেকটা অনুমান করা যাবে বলে মনে করেছেন বিজ্ঞানীরা। মৃত কঙ্কাল থেকে ওই সময়ের ওখানে মৃত্যুর হার ও জানা যাবে এবং আগামী দিনে আরও কিছু আবিষ্কার হবে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।