Skip to content

পুজোতে কলকাতা আসা হবে না আর রাহুল গান্ধীর। না আসার কারণ শুনে আপনিও বলবেন…

দুর্গা পুজোতে রাহুল গান্ধীর যে কলকাতা ভ্রমণ করার সূচি বানিয়ে ছিলেন তা বাতিল হতে পারে শোনা যাচ্ছে। এর কারণ হলো পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে নিঘন্ট প্রকাশ পাওয়ার ফলে রাহুল গান্ধী এই কলকাতা সফর বাতিল করতে পারেন বলে জানা গিয়েছে।প্রদেশ কংগ্রেস সভাপতি ও সোমেন মিত্রের আক্রমণের সাড়া দিয়ে তিনি বলেছিলেন দুর্গা পুজোর অষ্টমীর অঞ্জলি দিতে আসবেন তিনি। তবে মধ্যপ্রদেশ রাজস্থান এবং আরো পাঁচ রাজ্যের নির্বাচন ঘোষণা হওয়ার ফলে তিনি তার সিদ্ধান্ত পাল্টাতে পারেন। সৌমেন মিত্র জানান যে রাজ্যের নির্বাচন ঘোষণা হওয়ার আগেই কংগ্রেস সভাপতি কে আক্রমণ করা হয়েছিল ফলে পরিস্থিতি এখন আলাদা।

রাহুল নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন ফলে তিনি আদৌ কলকাতা আসতে পারবেন কিনা তা ঠিক নেই। তিনি আরো বলেছেন যে এখনও পর্যন্ত সফল পুরোপুরি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেননি তিনি। ফের আগের বছরই গুজরাটে নির্বাচনে সোমনাথ মন্দিরে পুজো দিয়ে নিজেকে শিবভক্ত বলে তুলে ধরেছিলেন তখন থেকেই রাহুলের মন্দির সফর শুরু হয়েছে। রাহুল গান্ধী আগেও জানিয়েছেন আগামী লোকসভা নির্বাচনে বিজেপি কে হারানো তার প্রধান লক্ষ্য। ফলে তিনি বিজেপিকে হারানোর একটি রণ কৌশল হিসেবে বেছে নিয়েছেন দুর্গাপুজোয় কলকাতা ভ্রমণের কর্মসূচিটিকে।