Skip to content

এবার পুজোয় এয়ারটেল নিয়ে এলো এক বিশাল অফার যাতে আপনি পাবেন 1 বছরের জন্য ফ্রি ডাটা।

এয়ারটেল অনলাইন স্টোর থেকে স্মার্ট ফোন কিনলে নতুন আকর্ষণীয় অফার আনছে এয়ারটেল। এর আগেও এয়ারটেল অনলাইন স্টোর থেকে স্মার্ট ফোন কিনলে অফার দিতো এয়ারটেল। তবে এই অফার আগে শুধু এয়ারটেলের পোস্ট পেড ইউজারদের জন্য ছিল কিন্তু এখন তা প্রচার ইউজারদের জন্য এই অফারটা আনতে চলেছে এয়ারটেল।

এই অফারটি শুধুমাত্র তিনটি মোবাইলের ক্ষেত্রে রয়েছে-Nokia 7 Plus, Nokia 6.1, Oppo F9 pro তে এই অফার পাওয়া যাচ্ছে। এয়ারটেল প্রিপেড রাইস সঙ্গে প্রতিদিন 1.4 জিবি করে ডাটা এবং 100 টি করে এসএমএস প্রতি দিন আর আনলিমিটেড কল পাচ্ছেন।Nokia 7 Plus মোবাইলটি এয়ারটেল অনলাইন স্টোরে 7999 টাকার ডাউনপেমেন্টে পাওয়া যাচ্ছে।