২৮ আগস্ট ২০২২, দিনটা সকলের মনে থাকবে। ঠিক দশ মাস চার দিন আগে অর্থাৎ ২৪ অক্টোবর ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটে হেরে গিয়েছিল আমাদের টিম ইন্ডিয়া। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে এবার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেমেছিল টিম ইন্ডিয়া এবং যার ফলাফল আমাদের সকলের সামনে। দুবাইয়ের মাটিতে পাকিস্তান খেলোয়াড়দের পাঁচ উইকেটে হারিয়ে দিল টিম ইন্ডিয়া এবং সাথে সাথে উচ্ছ্বাসে উৎফুল্ল হয়ে পড়ল গোটা ভারতবর্ষ।
তবে এতকিছুর পরেও একটি ভিডিও আমাদের মনে কাঁটার মতো বিধছে। অমিত শাহ পুত্র জয় শাহ এমন একটি আচরণ করলেন যা কার্যত মেনে নেওয়া যায় না। যে ভিডিওটি নিয়ে সরব হয়েছে সাধারণ মানুষ থেকে রাজনীতি মঞ্চ সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলের দিকে একটি জাতীয় পতাকা এগিয়ে দিচ্ছিলেন বিসিসিআইয়ের সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। কিন্তু জয় শাহ সেটা নিতে প্রত্যাখ্যান করে দেন।
The PRODIGAL PRINCE KNOWS NOT OF NATIONAL PRIDE. @JayShah not wanting to hold the national flag is symptomatic of the larger hypocrisy of the ruling dispensation.
They indulge in THEATRICS, lack values.
Excel in JUMLAS, lack PATRIOTISM. pic.twitter.com/MCtDzPDYYM— Abhishek Banerjee (@abhishekaitc) August 29, 2022
এমনি দৃশ্য দেখার পর সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চ। ভিডিওটি সকলের সামনে তুলে ধরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দেশের একাধিক বিরোধী দল জয়কে কটাক্ষ করেছেন। কটাক্ষ করা হচ্ছে নেট দুনিয়াতেও। এবার চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক কি রয়েছে সেই ভিডিওতে।
If it was any non bjp leader who refused to hold the Indian Flag, the whole of BJP IT Wing would have called Anti National and the Godi Media would have day long debates on it ….
Luckily its Shahenshah's Son Jay Shah pic.twitter.com/zPZStr2I3D— krishanKTRS (@krishanKTRS) August 28, 2022
টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচের শেষে গ্যালারি যখন ভারতের জয় ধ্বনিতে মুখরিত, যখন সকলেই ভারতীয় ক্রিকেটারদের বাহবা দিতে ব্যস্ত, ঠিক তখনই জনৈক ব্যক্তি জয় শাহের দিকে একটি জাতীয় পতাকা এগিয়ে দিচ্ছেন। সেই সময় জয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন কোষাধ্যক্ষ অরুণ ধূমাল। পতাকাটি এগিয়ে দিলেও জয় সেটি না ধরে হাততালি দিতে দিতে মাথা দুলিয়ে প্রত্যাখ্যান করে দিলেন। ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।
এই ভিডিওটি টুইট করে বিজেপির বিরুদ্ধে আক্রমনাত্মক ভঙ্গিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই বিষয়টা একেবারেই মেনে নেওয়া যায় না। অন্যদিকে সোশ্যাল মিডিয়া ইউজারদের মধ্যে একজন লিখেছেন, এই কাজ যদি কোন অ বিজেপি নেতা করত তাহলে সঙ্গে সঙ্গে তাকে দেশদ্রোহী বলে আখ্যা দেওয়া হত। কিন্তু এ তো স্বয়ং বিজেপি নেতা জয় শাহের ছেলে। এবার কি বলা উচিত?
Why did Jay Shah refuse to hold the Tricolor. Why such disdain towards the Indian flag? #INDvPAK pic.twitter.com/sjLn1eJ1wI
— Gaurav Pandhi (@GauravPandhi) August 28, 2022
প্রসঙ্গত, এমন একটা হাই ভোল্টেজ ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড সচিব। তিনি এই বিতর্কিত ভিডিও নিয়ে কোন মন্তব্য করতে চাননি।