তিনি অভিনেত্রী হিসেবে বলিউডে এলেও নিজের চেষ্টায় প্রযোজক, গায়িকা হিসাবেও তার প্রতিভার বিকাশ ঘটিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। এবার লেখিকা হিসাবে আত্মপ্রকাশ করলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার আত্মজীবনী ‘আনফিনিসড’ (Unfinished) । এই বইতে তিনি তাঁর জীবন সম্পর্কে তাঁর অভিজ্ঞতা, দুঃখ, পিতৃতান্ত্রিক সমাজ এবং পক্ষপাতিত্বের মত নানা বিষয় তুলে ধরেছেন।
ছোটো শহরের মেয়ে প্রিয়াঙ্কা। সেখান থেকে একটু একটু করে এগিয়ে হলিউডে যাত্রাপথের কথা রয়েছে বইতে৷ কেরিয়ারের শুরুতে বলিউড তাঁর থেকে কী কী চেয়েছিল সেই তিক্ত অভিজ্ঞতার কথাও নিজের বইতে লিখেছেন।
একটি গান শ্যুটের সময় এক এক করে তাঁর পোশাক খুলতে হত। গানটা বেশ বড়, তাই প্রিয়াঙ্কা পরিচালককে জিজ্ঞাস করেছিলেন বেশি পোশাক পড়বেন কিনা যাতে সহজেই তাঁর শরীর প্রদর্শিত না হয়।
প্রিয়াঙ্কা লিখেছেন , ‘পরিচালক জানান তিনি স্টাইলিস্টের সঙ্গে আগেই কথা বলে রেখেছেন এবং দৃশ্যের ব্যাপারে বুঝিয়ে দিয়েছেন। প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়ে পরিচালক বলেন, যাই হয়ে যাক অন্তর্বাস দেখানোটা প্রয়োজন। নয়তো দর্শকেরা ছবি কেন দেখতে আসবেন?’
তবে অভিনেত্রী লিখেছেন, তিনি দৃশ্যটি করার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু পরিচালকের কথা বলার ধরনে তাঁর মনে হয়েছিল, তিনি ততটা গ্রহণযোগ্য নন৷ তাই পরের দিনই তিনি ছবিটা ছেড়ে দেন। এরপর অন্য একটি সেটে সেই পরিচালকের সঙ্গে দেখা হলে পরিস্থিতি এতটাই উত্তেজনামূলক হয়ে উঠেছিল, তাঁর সহ-অভিনেতা সলমন সেই সময় সামাল দেয় পরিস্থিতি৷
বিধানসভা নির্বাচনের আগে আবারও বড়সড় চাপে বিজেপি, উদ্বেগ বাড়াচ্ছে মুকুল দিলীপদের
২০০০ সালে বিশ্ব সুন্দরী খেতাব জেতার পর প্রথম ছবির অডিশন দিতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। তখন আরও একটি খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন প্রিয়াঙ্কা। স্বাধীনচেতা প্রিয়াঙ্কা জানান, সামান্য কিছু কথোপকথনের পরই পরিচালক তথা প্রযোজক তাঁকে একপাক ঘোরার কথা বলেন। তিনি সেটা করেন।
Thank you to everyone who’s giving my first book a chance. I hope you all enjoy my #Unfinished story ❤️ pic.twitter.com/dQfTF8XQRJ
— PRIYANKA (@priyankachopra) February 9, 2021
এরপরই তিনি প্রিয়াঙ্কাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। শরীর সম্পর্কে নানা অশালীন মন্তব্য করেন। প্রিয়াঙ্কাকে বলেন, অভিনেত্রী হতে গেলে শারীরিক গঠন, বক্ষদেশ এবং নিতম্বের বিষয় নজরে রাখতে হবে, এমনকী লস অ্যাঞ্জেলসে ডাক্তারের খোঁজ দেন। শারীরিক গঠন ঠিক করার জন্য৷