Skip to content

ডিজিটাল লেনদেনের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আরও একটি বড় পদক্ষেপ।জানেন…

এবার থেকে টেনের টিকিট কাটলে মিলবে ক্যাশব্যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়াকে ডিজিটাল বানাতে নিলেন এক নতুন পদক্ষেপ। ডিজিটাল ইন্ডিয়া কে আরও এগিয়ে নিয়ে যেতে অ্যাপ এ ক্যাশব্যাক চালু করল রেল সংস্থা। রেলযাত্রীদের জন্য সুখবর অনলাইনে নয়,এবার থেকে অফলাইনে ট্রেনের টিকিট কাটলে আপনিও পেতে পারেন ক্যাশব্যাক এর মজা। তবে সেটির জন্য একটি শর্ত প্রযোজ্য আছে নগদ টাকা নয় টিকিটের দাম দিতে হবে ভীম অ‍্যাপ অথবা ইউপিআই এর মাধ্যমে।
এখন থেকে সব কাউন্টারে এই সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। থাকছে পেমেন্ট করার জন্য ইউপিআই অথবা ভীম অ্যাপস এর সুযোগ।

নোট বাতিলের পর থেকে নরেন্দ্র মোদী চাইছিলেন ইন্ডিয়াকে ডিজিটাল করে তুলতে,তাই তিনি আবার ডিজিটাল লেনদেনের ওপর জোর দিয়েছেন। এবার থেকে কেন্দ্র পেট্রলপাম্প ছাড়াও সরকারি যে কোন সংস্থা অন্যান্য কেনাকাটায় ডিজিটাল লেনদেনের ওপর নানা অফার দিতে শুরু করেছেন। এর মাধ্যমে সাধারণ মানুষ যেমন ক্যাশব্যাক এ আনন্দ উপভোগ করতে পারবেন তেমন ইন্ডিয়াকে ডিজিটাল করে তুলতে সাহায্য ও করবেন।