হলিউডের পপস্টার রিহানা। সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন টুইটারে৷ তারপর থেকেই শিরোনামে এসে গিয়েছেন হলিউডের এই পপ গায়িকা। রিহানা তার দুর্দান্ত গান মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন। এক আধবার নয়, ৮ বার গ্রামী অ্যাওয়ার্ড পেয়েছেন রিহানা।
বিশ্বমানের এই গায়িকা গানের পাশাপাশি তার পোশাকের জন্য আলোচিত৷ গায়িকা বিভিন্ন শো এর মঞ্চে মাঝে মধ্যেই আজব সব পোশাকে নিজেকে সাজিয়ে তুলেছেন৷ তার জন্য ট্রোলেরও কারণ হয়েছে সময়ে সময়ে।
রিহানা তার প্রতিটি শোতেই একটু আলাদা ধরণের পোশাক পরে হাজির হন৷ পোশাক নিয়ে নানান ধরণের এক্সপেরিমেন্ট করেন তিনি।
রিহানার একটি আইকনিক লুক আমব্রেলা লুক। মিনি স্কার্টের মত একটি পোশাকের সাথে হাতে ছাতা নিয়ে দেখা গিয়েছিল রিহানাকে।
দারুন লাস্যময়ী রূপে হালকা ও ট্রান্সপারেন্ট ফ্লোরাল ডিজাইনার পোশাকে রিহানা।
২০১৮ এর ক্যাথলিক থিমের গালা মিট অনুষ্ঠানে পোপদের মুকুটের থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেকে সাজিয়ে তুলেছিলেন রিহানা।
ওয়ানপিস ব্ল্যাক গাউন সঙ্গে গলায় মুক্তের হার আর চোখে চশমা এভাবেই নিজেকে মেলে ধরেছিলেন রিহানা। তার এই ছবি ব্যাপক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।
কালো টপ আর লোমওলা সবুজ জ্যাকেট পরেছিলেন সেইসাথে ছিল সবুজ চশমা৷
বিরল নজির! ভোটের মুখে অর্থমন্ত্রীর পরিবর্তে বিধানসভায় বাজেট পেশ করবেন খোদ মুখ্যমন্ত্রী
নিজেকে আলাদা ভাবে সাজাতে রকার চিক লুকস নিয়েই একবার দর্শকদের সামনে হাজির হয়েছিলেন।
সাদা রঙের ফ্রিঞ্জ প্যান্ট পরেই গানের সাথে তালে তাল মিলিয়ে নেচেছিলেন রিহানা।
শীতের সময় মোটা ও বড় জ্যাকেট তো অনেকেই পড়েন। কিন্তু রিহানার জ্যাকেট দেখলে চোখ কপালে উঠবে৷ মাথা থেকে পা পর্যন্ত বিশাল বড় এক জ্যাকেট পরেছিলেন রিহানা।
রেড কার্পেটে লাল রঙের পোশাকে হাতে কিছু লাল গোলাপ নিয়ে হাজির হয়েছিলেন একবার৷ তার পোশাক এবং উপস্থিতি দুই ছিল নজরকাড়া।