শাহরুখ খানকে(Sharukh Khan) বিশ্ব তারকা হিসেবে বিবেচনা করা হয়। কিং খান শুধু ভারতেই নয়, সারা বিশ্বে বেশ জনপ্রিয়। গত ৪ বছর ধরে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর সিনেমার জন্য। বর্তমানে শাহরুখ খানের ‘পাঠান’ (Pathaan) সিনেমাটি বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। শাহরুখ খান অভিনীত পাঠান ইতিমধ্যে সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছে৷ শুধু দেশ নয়, বিদেশেও বিপুল বাণিজ্যিক সাফল্য পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটি৷ সাত দিনে দেশে ৩০০ কোটির বেশি আয় করেছে সিনেমাটি। বিশ্বব্যাপী চলচ্চিত্রের সংগ্রহ ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। প্রথম দিনে ৫৭ কোটি, দ্বিতীয় দিনে ৭০.৫ কোটি, তৃতীয় দিনে ৩৯.২৫ কোটি, চতুর্থ দিনে ৫৩.২৫ কোটি, পঞ্চম দিনে ৬০.৭৫ কোটি, ষষ্ঠ দিনে ২৩ কোটি টাকা সংগ্রহ করে।
শাহরুখ খানের ‘পাঠান’ বক্স অফিসে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে। এর সাফল্যে পুরো বলিউড স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আসুন জেনে নেওয়া যাক ‘পাঠান’ সিনেমার বিশেষত্ব সম্পর্কে, যার কারণে দর্শকরা এই সিনেমাটি বেশ পছন্দ করছেন। পাঠানের সাফল্যের অন্যতম কারণ হলো, দীর্ঘ চার বছরের ব্যবধান পেরিয়ে বড়পর্দায় ফিরেছেন শাহরুখ খান৷ তার আগে একাধিক সিনেমা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি, তাই নিয়ে বিস্তর সমালোচনাও হয়েছে৷ গত বছর শাহরুখের ছেলে আরিয়ান খানকে কেন্দ্র করে বিতর্ক দেখেছে দেশ৷ সব ফেলে শাহরুখ ফিরেছেন স্বমহিমায়, যা দর্শকদের টেনে এনেছে হলে। শাহরুখের উপস্থিতির এই ব্যবধান নিঃসন্দেহে সাফল্যের অন্যতম চাবিকাঠি।
শাহরুখ খান বলিউডে তাঁর রোমান্টিক ইমেজের জন্য পরিচিত, তবে প্রথমবারের মতো কোনো সিনেমাতে এই ধরনের অ্যাকশন করতে দেখা গেছে কিং খানকে। ভক্তরাও কিং খানের বডি ট্রান্সফর্মেশন পছন্দ করেছেন। ৫৭ বছর বয়সে এমন শরীর তৈরি করা সহজ নয়। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের জুটি এর আগে ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ প্রভৃতির মতো সুপারহিট সিনেমাতে দেখা গেছে। গত এক দশকে অন্য অভিনেত্রীদের সঙ্গে কিং খানের জুটি ফ্লপ হয়েছে। এমন পরিস্থিতিতে, যশরাজ ব্যানারে শাহরুখ ও দীপিকার জুটির চেয়ে ভালো বিকল্প ছিল না। যশ রাজ ব্যানারের ‘নো প্রমোশন পলিসি’ এই সিনেমার ক্যারিয়ারকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। এবার শাহরুখ খানকে কোনো পাবলিক প্ল্যাটফর্মে ‘পাঠান’ সিনেমার প্রচার করতে দেখা যায়নি।
সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই বয়কটের মুখে পড়ে ‘পাঠান’ সিনেমাটি। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়া বর্জন করা সব সিনেমাই খারাপভাবে ফ্লপ হয়েছিল, কিন্তু ‘পাঠান’ এর মাঝেই সাফল্যের পতাকা তুলেছে। অনেক সংগঠন ‘পাঠান’ সিনেমাটি মুক্তি না দেওয়ার হুমকি দেওয়া সত্ত্বেও সারাদেশে ৫৭০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। ‘পাঠান’ সিনেমাতে খলনায়কের চরিত্রে জন আব্রাহামের অভিনয় সিনেমাটিকে জীবন্ত করে তুলেছে। ‘ধুম’ সিনেমার পর দ্বিতীয়বারের মতো বড় সিনেমাতে নেতিবাচক চরিত্রে হাজির হয়েছেন তিনি। পাঠানেও ‘চিকেন পক্স ভাইরাস’ উল্লেখ করা হয়েছে। আজকের যুগ অনুসারে, এই গল্পটি দর্শকদের কাছে ভালোভাবে পৌঁছতে পেরেছে। এই কারণে বেশির ভাগ দর্শকের থেকে ভালো সাড়া পাওয়া গেছে।
প্রথম থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছে পাঠান৷ সব মিলিয়ে এতে লাভ হয় সিনেমারই৷ মুক্তির দীর্ঘদিন আগে থেকেই এই সিনেমা চলে আসে আলোচনার কেন্দ্রে। সালমান খান ও শাহরুখ খানকে এক পর্দায় তুলে এনেছেন পরিচালক, যা ছিল সিনেমার অন্যতম চমক৷ দুই খানের উপস্থিতি দর্শকদেরই হলমুখী করেছে, তাতে বেড়েছে পাঠান সিনেমার বিক্রি। দেশে সাড়ে পাঁচ হাজার হলে যেমন মুক্তি পেয়েছে ছবিটি, তেমনই আড়াই হাজার বিদেশি হলেও সিনেমাটি মুক্তি পেয়েছে৷ উত্তর আমেরিকার বক্স অফিসে হিন্দি ছবির ইতিহাসে প্রথম দিনের টিকিট বিক্রির রেকর্ডও করে ফেলেছে পাঠান৷ প্রথম দিন ১.৮৬ মিলিয়ন ডলারের টিকিট বিক্রি হয়েছে বলে খবর রয়েছে।
আমরা আপনাকে বলি যে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ গল্পটি একটি RAW এজেন্টকে কেন্দ্র করে তৈরি। ছবিতে শাহরুখ খানকে একজন RAW এজেন্টের ভূমিকায় দেখা গেছে। যেখানে নেতিবাচক চরিত্রে রয়েছেন জন আব্রাহাম। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। এরা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ডিম্পল কাপাডিয়া ও আশুতোষ রানা।