যেমন আপনারা সকলেই জানেন জিও আসার পর থেকেই দেশে শুরু হয়েছে ডাটাগিরির। সমস্ত টেলিকম অপারেটর গুলি পিছিয়ে পড়েছে জিওর কাছে। তা সে ভালো নেটওয়াক দিবার দিক থেকেই হোক না কেন বা অফারের দিক দিকেই হোক না কেন কিংবা স্পিডে ক্ষেত্রেই হোক না কেন মাত্র কয়েক বছরের মধ্যেই টেলিকম ব্যবসায় ভালো রকম ভাবে জাঁকিয়ে পড়েছে রিলায়েন্স জিও। তবে রিলায়েন্স জিওরচেয়ার ম্যান মুকেশ আম্বানি আরও একটি বিষয় স্পষ্ট জানিয়ে দিলেন যে,পেট্রোলের মতোই ডাটা হল একটি সম্পদ তাই ভারতে ডাটা ভারতীয়দের কাছে একটা বিরাট সম্পদ এই ডাটার ওপর নিয়ন্ত্রণ যেন ভারতীয়দের হাতে থাকে।কোন বিদেশী সংস্থার হাতে কখনো যেন ডাটা নিয়ন্ত্রণ না থাকে। এক সর্বভারতীয় নিউজ চ্যানেলের আয়োজিত একটি অনুষ্ঠানে বুধবার দিন এমনটাই জানান মুকেশ আম্বানি, তিনি আরো জানান জিও দেশের প্রত্যেক সব জায়গায় কানেক্ট করার উদ্দেশ্য নিয়েছেন তিনি দেশের ডিজিটাল ব্যবস্থাকে আরও অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্যই জিও কানেক্টিভিটির শুরু করেছেন।
