এবার থেকে অনলাইনে রেলের টিকিট কাটলে পাওয়া যাবে ইনসিওরেণ্স। তার সাথে জীবনের মূল্য বেড়ে যাবে দু-লক্ষ টাকা। তবে কগজের টিকিটে এই সুবিধা পাওয়া যাবে না বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। রেল মন্ত্রক জানিয়েছে,IRCTC বা রেলওয়ে ওয়েবসাইট থেকে যারা দূরপাল্লার টিকিট কাটবেন তারাই সামান্য প্রিমিয়াম দিলে এই সুবিধাটি নিতে পারবেন। তবে রেলের কাউন্টার থেকে কাগজের টিকিট কাটলে এই সুবিধা পাওয়া যাবে না ।
অনলাইন টিকিটে ইনসিওরেণ্স দিতে শ্রীরাম জেনারেল ইনসিওরেণ্স, আইসিআইসিআই3টি লোম্বাড, রয়্যাল সুন্দরমজেনারেল ইনসিওরেণ্স এই 3টি কম্পানির সাথে চুক্তি করেছে রেল। অনলাইন টিকিটে ইনসিওরেণ্স চালু করার পর যাত্রীদের কাছে 92 পয়সা করে প্রিমিয়াম ধরা হয়েছিল। পরবর্তী কালে তা পুরোপুরি ফ্রী করে দেওয়া হয়। রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে ডিজিটাল পরিশেবা চালু করেছেন তার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।