একটি ভাইরাসের জন্য সারা বিশ্বের পরিস্থিতি এখন খুবই খারাপ। বিশ্বের তাবড় তাবড় দেশগুলিকে কার্যত হিমশিম খায়িয়ে দিয়েছে এই ক্ষুদ্র ভাইরাসটি। চীন, ইটালি, আমেরিকার মতন শক্তিশালী দেশগুলো কুল কিনারা পাচ্ছে না এই করোনা ভাইরাসের প্রভাবে। করোনা ভাইরাস কে ঠেকানোর জন্য তারা যা যা পদক্ষেপ নিচ্ছে সমস্ত কিছুকে হার মানিয়ে দিচ্ছে এই ভাইরাস। ভারতেও ধীরে ধীরে থাবা বসাতে শুরু করেছে এই অতি ক্ষুদ্র ভাইরাসটি। যার ফলে 14 এপ্রিল থেকে 3 রা মে পর্যন্ত বাড়ানো হয় লকডাউনের সময়সীমা। প্রথম দফায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী 21 দিনের লকডাউন ঘোষণা করেছিল।
এরপরে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণেই বাড়ানো হয় লকডাউন এর সময়সীমা। ভারত যদিও আগের থেকে লকডাউন ঘোষণা করায় কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে বাকি দেশগুলোর তুলনায়।যেহেতু সারাদেশে লকডাউন চলছে তাই জরুরী পরিষেবা ছাড়া সমস্ত কিছু বন্ধ রয়েছে। এর ফলে স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারছে না কেউ। এই ভাইরাস থেকে দূরে থাকার জন্য বিশেষজ্ঞরা থেকে শুরু করে চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখা, ভিড় এড়িয়ে চলা, কোন জায়গায় জমায়েত না করা।
এমনকি বারবার ব্যাংকের লাইন বা অন্য কোন লাইনে না দাঁড়ানো। যদি ব্যাংকের লাইনে বা এটিএমের লাইনে দাঁড়াতে মানা করা হয় তাহলে গ্রাহকরা কিভাবে ব্যালেন্স ইনকোয়ারি বা স্টেটমেন্ট এর মত পরিষেবাগুলি পাবেন? এবার আপনাদের বলে রাখি এর জন্য আপনাকে কোথাও লাইনে দাঁড়াতে হবে না, আপনি ঘরে বসেই জানতে পারবেন। আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি জানতে পারবেন এই তথ্যগুলি। এর জন্য প্রত্যেকটি ব্যাংকের আলাদা আলাদা করে নিজস্ব টোল ফ্রি নাম্বার রয়েছে যাতে মিসডকল দিলেই আপনি ব্যালেন্স জানতে পারবেন।
কোন ব্যাংকের কোন নাম্বারে মিসকল দিলে ব্যালেন্স জানতে পারা যাবে সেগুলি নিচে দেওয়া হল –
এলাহাবাদ ব্যাঙ্ক (ALLAHABAD BANK) – 9224150150
ব্যাঙ্ক অফ বরোদা (BANK OF BARODA) – 8468001111
বন্ধন ব্যাংক (BANDHAN BANK)- 9223008666
বারোদা গুজরাট গ্রামীণ ব্যাংক (BARODA GUJARAT GRAMIN BANK) – 7829977711
ভারতীয় মহিলা ব্যাংক (BHARATIYA MAHILA BANK) – 9212438888
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(CENTRAL BANK OF INDIA) – 9555244442
কানাডা ব্যাঙ্ক (CANADA BANK) – 9015483483
কর্পোরেশন ব্যাঙ্ক(CORPORATION BANK) – 9268892688
দেনা ব্যাঙ্ক(DENA BANK) – 9289356677
ডিসিবি ব্যাঙ্ক(DCB BANK) – 7506660011
ফেডারেল ব্যাঙ্ক (FEDERAL BANK)- 8431900900
এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC BANK)- 18002703333
আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI BANK) – 02230256767
ধনলক্ষী ব্যাঙ্ক (DHONO LOKKHI BANK)- 8067747700
আইডিএফসি ব্যাঙ্ক (IDFC BANK) – 18002700720
ইন্ডিয়ান ব্যাঙ্ক (INDIAN BANK) – 9289592895
আইডিবিআই ব্যাঙ্ক (IDBI BANK)- 18008431122
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (INDUSIND BANK) – 18002741000
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (KOTAK MAHINDRA BANK)- 18002740110
কারুর বৈশ্য ব্যাঙ্ক (KARUR VYSYA BANK)- 9266292666
ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স(ORIENTAL BANK OF COMMERCE) – 8067205757
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PUNJAB NATIONAL BANK)- 18001802222 / 18001032222
সিন্ডিকেট ব্যাঙ্ক(SYNDICATE BANK) – 09241442255 / 8067006979
আরবিএল ব্যাঙ্ক (RBL BANK)- 9015483483
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (STATE BANK OF INDIA) – 9223766666
ইউকো ব্যাঙ্ক (UCO BANK) – 9278792987
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক (SOUTH INDIAN BANK) – 9223008488
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (UNION BANK OF INDIA) – 9223008586
ইয়েস ব্যাঙ্ক (YES BANK) – 9223920000
বিজয়া ব্যাঙ্ক (VIJAYA BANK)- 180010335525
পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক (PASCHIM BANGA GRAMIN BANK) – 9022099400