Skip to content

একসময় শীর্ষ অভিনেতাদের মধ্যে গোনা হত তার নাম হঠাৎ করে ক্যারিয়ারের শীর্ষ গিয়েও কোথায় হারিয়ে গেলেন ইমরান খান?

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকজন তারকা এমন রয়েছেন যারা প্রথম সিনেমাতে প্রচুর খ্যাতি এবং সুনাম অর্জন করলেও অদূর ভবিষ্যতে হারিয়ে গেছেন ইন্ডাস্ট্রি থেকে। এমনই একজন অভিনেতা হলেন ইমরান খান যার গডফাদার আমির খান হওয়া সত্বেও তিনি সেভাবে বলিউডে নিজের রাজত্ব তৈরি করতে পারলেন না। ক্যারিয়ারের প্রথমে কিছুটা গ্ল্যামার অর্জন করতে পারলেও তারপর আর তা ধরে রাখতে পারেননি ইমরান খান।

আমরা সকলেই জানি “জানে তু অ্যায়া জানে না” সিনেমার মাধ্যমে কতটা খ্যাতি অর্জন করেছিলেন ইমরান। এই সিনেমাতে জেনেলিয়া ডিসুসার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটির গল্প থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীর অভিনয় মুগ্ধ করেছিল আমাদের সকলকে। কি মিষ্টি ছিল ওই প্রেমের গল্প। প্রথম সিনেমা হিট হবার পরেও কিন্তু ইমরান খান সোনাম কাপুর এবং ক্যাটরিনা কাইফের মত বড় বড় অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছিলেন কিন্তু কোথাও যেন তাল কেটে গিয়েছিল। কোন সিনেমাযই তেমন ভাবে বক্স অফিসে জাদু দেখাতে পারছিল না।

২০১৩ সালে গোরি তেরি পেয়ার মে, ওয়ান্স আপন এ টাইম অফ মুম্বাই, সিনেমাতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর কাটটি বাটটি এবং দিল্লি বেলি, সিনেমাতেও মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ইমরান খান কিন্তু কোনভাবেই নিজের ডুবন্ত জাহাজকে তীরে নিয়ে আসতে পারছিলেন না তিনি। তবে শুধু পেশাগত জীবন নয় ব্যক্তিগত জীবন নিয়েও বারবার অসহায়তার শিকার হয়েছেন তিনি।

আট বছর অবন্তিকাকে ডেট করার পর ২০১১ সালে বিয়ে করেন ইমরান। ২০১৪ সালে একটি ফুটফুটে কন্যা সন্তান হয়। দুর্ভাগ্যবশত এই বিয়ে ভেঙে যায় এবং এই জুটি আলাদা হয়ে যান। ডিভোর্স না হলেও এখন দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী লেখা ওয়াশিংটনের সঙ্গে ডেট করছেন ইমরান। সব মিলিয়ে খ্যাতি অর্জন না করতে পারলেও খবরের শিরোনাম কিন্তু বারবার নিজের নামে করে নিতে পেরেছিলেন ইমরান খান।