ভারতের সঙ্গে সংগীতের বহুদিনের মেলবন্ধন। তানসেন থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায়, এই তালিকায় রয়েছে লাখ লাখ সংগীত শিল্পীদের নাম। ভারতের সংগীত শিল্পীদের জয়যাত্রা আজও অব্যাহত। সম্প্রতি সেই জয়যাত্রা অব্যাহত রেখে চার ভারতীয় গায়ক সম্প্রতি অনন্য রেকর্ড গড়ে তুললেন।
বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করলেন ভারতের চার সংগীতশিল্পী। এই বিখ্যাত সঙ্গীত শিল্পীদের মধ্যে রয়েছেন অরিজিৎ সিংহ, অলকা ইয়াগ্নিক, কুমার শানু এবং উদিত নারায়ণ। তবে এই চার ভারতীয়দের মধ্যেও সকলকে পেছনে ফেলে দিয়ে রেকর্ড করেছেন অলকা। গত তিন দশক ধরে সংগীত সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন অলকা। সম্প্রতি জাস্টিন বিবার এবং বিটিএস- এর মতো নামিদামি ব্র্যান্ডের পেছনে ফেলে দিয়ে বিশ্ব রেকর্ড গড়ে তুললেন এই সঙ্গীতশিল্পী।
গত ২০২২ সালে বিশ্বব্যাপী সবথেকে বেশি স্ট্রিম করা সংগীত শিল্পীদের পেছনে ফেলে দিয়ে এগিয়ে গেলেন তিনি। গত বছর কোরিয়ান ব্র্যান্ড বিটিএস-এর গান ৭.৮৫ বিলিয়ন বার বেজেছে। তবে এসবকে পিছনে ফেলে দিয়ে অলকার গান বেজেছে ৭.৯৫ বিলিয়নের প্রায় দ্বিগুণ। মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অন youtube, খেতাবের শিরোপা গেছে অলকার মাথায়। সকলকে পেছনে ফেলে দিয়ে ২০২২ সালে প্রতিদিন প্রায় ৪২ মিলিয়ন মানুষ অলকার গান শুনেছেন যা সত্যিই অবিস্মরণীয়।
অন্যদিকে প্রথম পাঁচের তালিকায় রয়েছেন উদিত নারায়ন, অরিজিৎ সিং এবং কুমার শানু। উদিত নারায়ণের গান শোনা হয়েছে ১০.৮ বিলিয়ন বার। কিছুটা পেছনে রয়েছেন অরিজিৎ সিং, তার গান শোনা হয়েছে ১০.৭ বিলিয়ন বার। কুমার শানু মানুষকে আনন্দ দিয়েছেন ৯.০৯ বিলিয়ন বার। নিঃসন্দেহে এই রেকর্ডের হিসেবে অলকা এগিয়ে রয়েছেন অনেকটাই। গত বছর ১৫.৩ বিলিয়ন বার মানুষ অলকার গান শুনতে চেয়েছেন ইউটিউবে।
তবে এটা প্রথম বছর নয়, গত তিন বছর ধরে এই একই ভাবে এই রেকর্ড গড়ে তুলেছেন তিনি। ২০২০এবং ২০২১ সালে যথাক্রমে ১৬.৬ বিলিয়ন এবং ১৭ বিলিয়ন মানুষ অলকার গান শুনতে চেয়েছেন। পর পর তিনবার খেতাব দিতে নেবার পর অল্কাকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বলিউডের সব থেকে আইকনিক কন্ঠ খেতাবে পুরস্কৃত করা হয়।