Skip to content

এখন আপনিও পেতে পারেন 1 লিটার পেট্রোলে 100 টাকা অব্দি ছাড়।জানুন কিভাবে পাবেন…

আনন্দ সংবাদ, আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশাল সুখবর। আপনারা কী জানেন, আপনিও বাঁচাতে পারেন 100 টাকা , কিন্তু কিভাবে?আপনাদেরই জানাশোনা অ্যাপ্লিকেশন ‘MobiKwik’ এর মাধ্যমে, এই সংস্থার মাধ্যমে আপনিও 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন, আপনি যদি পেট্রল পাম্প এ ‘MobiKwik’এর মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার , কিন্তু শর্তাবলী প্রযোজ্য। এছাড়াও এই অফারটি কিছু নির্দিষ্ট পেট্রোল পাম্প এর জন্যই প্রযোজ্য ।

এই অফারটির সময়সীমা হলো আজ বিকেল ছয়টা থেকে নয়টা পর্যন্ত। অফারটি অ্যাপ্লিকেবিল এর জন্য কাস্টমার কে ফার্স্ট টাইম পেট্রোল পাম্প এ গিয়ে সেখানে পেট্রোল ভরিয়ে তারপর সেখানের কিউআর কোড স্ক্যান করে তাতে পেমেন্ট করতে হবে।যদি আপনি এই অফারটি মিস করেও জান তবু আপনার চিন্তা করার কোন দরকার নেই কারণ এর সাথে আপনি 25 শতাংশ পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারেন। কিন্তু আপনাকে মিনিমাম বিল পেমেন্ট করতে হবে 50 টাকা বা তার উর্ধ্বে। এই সংস্থার দরুন আপনি বিল পেমেন্ট করে সর্বোচ্চ আড়াইশো টাকা পর্যন্ত পেতে পারেন। তাই আর দেরি না করে এই সুযোগের লাভ উপভোগ করে ফেলুন এখনই।