Skip to content

এখন আপনিও ঘরে বসে পেতে পারেন 10, 000 টাকা আপনার মোবাইলের মাধ্যমে। শুধু করতে হবে এই জিনিসটি…

আজকালকার মানুষের জন্য সব থেকে প্রয়োজনীয় জিনিস টাকা।স্মার্ট ফোন তো আমরা সকলেই ব্যবহার করি এখন স্মার্ট ফোন দিয়ে টাকা ও অর্জন করা যায় এটা আমরা সকলেই জানি। কিন্তু আজ আমরা আপনাদের জানাতে চলেছি এমন একটি উপায় যার সাহায্যে কিছুক্ষণের মধ্যেই আপনি 10 হাজার টাকা পেয়ে যেতে পারেন আপনার স্মার্ট ফোনের সাহায্যে।এখন একটি অ্যাপ এর কথা বলব যে অ্যাপ-এর সাহায্যে আপনি 10 হাজার টাকা খুব সহজেই অর্জন করতে পারবেন নিজের জ্ঞানের দারুন। অ্যাপটির নাম “মুকাবলা”,গুগল প্লে স্টোরে এই অ্যাপটি আপনি পেয়ে যাবেন। প্রধানত এটি একটি কুইজ অ্যাপ, এই অ্যাপে আপনি কুইজ খেলে কামিয়ে নিতে পারেন 10 হাজার টাকা।

সোম থেকে শুক্র এই 5 দিন অ্যাপটির মাধ্যমে আপনি খেলতে পারেন কুইজ। 8 অক্টোবর থেকে এই অ্যাপটির মাধ্যমে কুইজে অংশগ্রহণ করা যাবে এবং 28 ডিসেম্বর অব্দি এই কুইজ চলবে। প্রতিটি সেশনে 10 হাজার পয়েন্টস দিয়ে শুরু হবে এবং তিনটি করে রাউন্ড হবে। সমস্ত ইউজারদের মধ্যে টপ স্কোরার যারা হবেন তারা মেগা ফাইনালে অংশগ্রহণ করতে পারবেন। এর সম্বন্ধে আরো জানতে ডাউনলোড করে নিন‍‌‌ “মুকাবলা” অ্যাপ এবং পড়ে নিন তার দেস্ক্রিপশন। অ্যাপটির মধ্যে ইংরেজি এবং হিন্দি এই দুটি ভাষা বর্তমান।