আপনার প্যান কার্ডে কী রয়েছে ভুল তথ্য ? আপনার প্যান কার্ডের নামের স্পেলিং বা নাম কী ভুল ? নানা ধরনের ঝামেলা হ্যাপা থেকে দূরে থাকুন এবারে সব সংশোধন করতে পারবেন আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে।এখন আর চিন্তার বিষয় নেই সহজে অনলাইনের মাধ্যমে আপনি প্যান কার্ড এর সমস্ত ত্রুটি ও ভুল শুধরে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে প্যান কার্ডে তথ্য ভুল থাকলে অনলাইনে তা সংশোধন করা যাবে।নিচে কয়েকটি স্টেপ দেওয়া হল যা সঠিকভাবে পরপর ফলো করলে আপনার সমস্ত ভুল সংশোধন হয়ে যাবে।
কীভাবে প্যান কার্ডের নাম পরিবর্তন বা সঠিক করা যাবে।
•আপনার যদি প্যান কার্ডে নামের বানান ভুল থাকে তবে তা সহজেই ekyc এর মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন।
•এর জন্য আপনার আধার কার্ডে সঠিক নাম থাকতে হবে কারণ আধার কার্ডে নামই প্যান কার্ডে আসবে।
•প্যান কার্ডের নাম চেঞ্জ করার জন্য এসব ডকুমেন্ট গুলি লাগবে সেগুলি হল:-
আপনার ছবি,একটি আইডি কার্ড যাতে আপনার ছবি আছে যেমন রেশন কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট।
*কীভাবে অনলাইনে প্যান কার্ডের তথ্য সংশোধনের জন্য এপ্লাই করবেন?
• প্রথমে NSDL এর ওয়েবসাইটে আপনাকে যেতে হবে।
• তারপর চেঞ্জ বা কারেকশন এক্সিস্টিং প্যান কার্ড ডাটা/রিপ্রিন্ট প্যান কার্ড (বর্তমানে উপলব্ধ নেই) তে ক্লিক করুন।
•সেখানে তথ্যগুলি ফিলাপ করুন
•নিজের ডকুমেন্টস এ ekyc দিন
•এবার নিজের ব্যক্তিগত ডাটা ফিলাপ করুন
•এরপর চেক করে নিন ডাটা গুলি সঠিক
•এবার ekyc ফিলাপ করুন এবং আপলোড করে প্রসেস এ ক্লিক করুন।
•এবারে পেমেন্টের জন্য প্রসেস করতে হবে সাধারণত ভারতীয় নাগরিকদের জন্য 120 টাকা পেমেন্ট ফি বাবদ নেওয়া হয় এবং ভারতের বাইরে ভারতীয় নাগরিকদের জন্য 1040 টাকা নেওয়া হয়।
•এবারে পেমেন্ট প্রসেস করুন এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই পরিষেবার সাহায্যে পেমেন্ট করে দিন এবং continue-তে ক্লিক করুন।
•এইবার আপনাদের একটি অথেন্টিকেট আধার কার্ড ডিটেল ওখানে আপলোড করতে হবে।
•আপনার ব্যক্তিগত তথ্য ম্যাচ হওয়ার পর সেখানে ekyc প্রসেস করা হবে
•এবারে চেক বক্সে ক্লিক করে ওটিপি পাওয়া যাবে এবং ওটিপি দিয়ে প্রসেস করুন।
•এরপর সেখানে সেটি সাবমিট করে দিন এরপর আপনি একটি অন্য পেজে যাবেন এখান থেকে আপনি ফ্রম টির পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন এবং ই-মেইলের মাধ্যমে আপনাকে একটি একনলেজমেন্ট দেওয়া হবে।