Amazon কর্ণধার জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন Elon Musk

2020 এর গোটা বছরটায় গোড়া থেকেই মাস্ক-ময় (Elon Musk)। আর এবারও নতুন বছরের শুরুতেই সংবাদের শিরোনামে উঠে এল আর এক মাস্ক।‘টেসলা’র, ‘স্পেস এক্স’-এর এলন মাস্ক। সম্পদের নিরিখে এবার অ্যামাজন কর্তা জেফ বেজোস কে টপকে গিয়ে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় এক’নম্বরের জায়গাটা করে নিলেন তিনি।

ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স সূচক অনুসারে টেসলার শেয়ারে বৃহস্পতিবারের লাভ সহ মোট সম্পদ এর পরিমাণ দাঁড়িয়েছে 188.5 বিলিয়ন ডলারের বেশি, যা অ্যামাজন কর্তা জেফ বেজোসের তুলনায় 1.5 মিলিয়ন ডলার বেশি। গত 2017 সাল থেকে এই তালিকায় শীর্ষে ছিলেন অ্যামাজন কর্ণধার।

পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে এই অতিমারী আবহে নিজের সম্পত্তির পরিমাণ 150 বিলিয়ন মার্কিন ডলার বাড়িয়ে নিয়েছে টেসলার মালিক। এমন কী ইতিহাসে কোনও ব্যক্তিই এত দ্রুত সম্পত্তি বাড়াতে পারেননি।

আর যদি ধারাবাহিকভাবে মুনাফা বৃদ্ধির পাশাপাশি হিসেব করা হয় তাহলে গত বছর থেকে টেসলার শেয়ার দর এখনও পর্যন্ত 743% বেড়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে বিনিয়োগ এসেছে এতে। যার জেরেই বর্তমানে এই উত্থান।