এবার বাজারে আসতে চলেছে লন্ডনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নাথিং ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন নাথিং ফোন ১। ইতিমধ্যেই নাথিং তার প্রথম স্মার্টফোন তৈরির প্রক্রিয়াটি শুরু করে দিয়েছে এবং এই ফোনের সব থেকে আকর্ষণীয় বিষয় হতে চলেছে স্বচ্ছতা। ফোনটিতে একাধিক ট্রান্সপারেন্ট এলিমেন্ট থাকতে পারে। সম্প্রতি এই ফোনের অভিনব ডিজাইনটি জনসমক্ষে এনেছে সংস্থা, যা এই হ্যান্ডসেটের প্রতি স্মার্টফোন অনুরাগীদের উন্মাদনা আরো বাড়িয়ে দিয়েছে।
স্বচ্ছ ব্যাক প্যানেল সমৃদ্ধ এই ডিভাইসটি আগামী ১২ই জুলাই জনসাধারণের জন্য বাজারে উন্মোচিত হবে, তবে জানা গেছে যে, নাথিং আগামী ২১শে জুন নাথিং ফোন ১এর প্রথম ১০০টি ইউনিট নিলাম করার জন্য ই-কমার্স সাইট স্টকএক্সের সাথে জুটি বেঁধেছে। আসুন জেনে নেওয়া যাক লঞ্চের আগে কীভাবে নাথিং ফোন ১ হাতে পাওয়া যাবে। নাথিং ফোন ১এর স্টকএক্স নিলাম স্মার্টফোনটির অফিসিয়াল লঞ্চের আগে অনুষ্ঠিত হবে। নিলামটি আগামী ২১শে জুন থেকে আগামী ২৩শে জুন পর্যন্ত চলবে।
শুধুমাত্র যারা স্টকএক্স অ্যাকাউন্ট রেজিস্টার করেছেন তারাই নিলামে অংশগ্রহণ করতে পারবেন৷ লগ ইন করার পরে ব্যবহারকারীরা লাইভ নিলামের সময় স্টকএক্স প্রোডাক্ট পেজে তাদের বিড রাখতে পারেন। প্রসঙ্গত, সংস্থা সম্প্রতি একটি টিজারে নাথিং ফোন ১এর স্বচ্ছ ব্যাক প্যানেল যুক্ত ভিন্নধর্মী ডিজাইনটি তুলে ধরেছে এবং অপর ব্যাক প্যানেলে থাকা এলইডি লাইটগুলি ডিভাইসটির সৌন্দর্যও আরো বাড়াবে বলেই আশা করা যায়।
এই হ্যান্ডসেটটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে এবং অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নাথিং ওএস কাস্টম স্কিনে রান করবে। এতে পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম থেকে তৈরি একটি মিড ফ্রেম দেখা যাবে এবং ফোনটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। নাথিং ফোন ১, প্রিমিয়াম ফ্রন্ট লুক এবং অন্যান্য নাথিং ডিভাইসের সাথে নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করবে। উল্লেখ্য, স্টকএক্স নিলাম প্রক্রিয়া অনুসারে, যে গ্রাহকরা শীর্ষ ১০০টি বিড করতে সফল হবেন তারা নাথিং ফোন ১এর একটি করে ইউনিট পাবেন।
ব্যবহারকারীদের থেকে শুধুমাত্র তখনই অর্থ নেওয়া হবে, যখন তাদের বিড শীর্ষ ১০০এর মধ্যে স্থান করে নেবে। তারপর আগামী ৫ সপ্তাহের মধ্যে সফল দরদাতারা ক্রম অনুসারে ব্র্যান্ড নিউ নাথিং ফোন ১ হাতে পেয়ে যাবেন, তবে জানা গেছে যে, দক্ষিণ কোরিয়া এবং মেক্সিকোর গ্রাহকরা এই নিলামে অংশগ্রহণ করতে পারবেন না। ফোনটির দাম কত হবে তা নির্দিষ্ট করে এখনো কিছু জানানো হয়নি।