গোবর দিয়ে ঘুটে গোমূত্র দিয়ে অসুখ সারানোর টনিক ইত্যাদি তৈরি হতে শুনেছেন কিন্তু এইবারে বিজেপি আরএসএস পরিচালিত সংস্থা দীনদয়াল ধাম জিনিস তৈরি করে এর থেকে জানা যাচ্ছে এবার গোবরের তৈরি সাবান এবং শ্যাম্পু আসতে চলেছে বাজারে অনলাইনের মাধ্যমে। জানা গেছে যে এই সাবান-শ্যাম্পু নাকি খুব সুগন্ধ যুক্ত শরীরের পক্ষে অত্যন্ত উপকারী নানা ধরনের স্কিন প্রবলেম এর থেকে দূর করা যাবে।আমাদের সকলের জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজনের ওপরে এর প্রোডাক্ট গুলি পাওয়া যাবে।
দীনদয়াল ধাম্ তরফ থেকে জানানো হয়েছে যে এই সাবান এবং শ্যাম্পু ছাড়াও অনেক ভেষজ জিনিস তারা অনলাইনে ছাড়তে চলেছে সাধারণ মানুষের জন্য যেমন তেল ,খাদ্য সামগ্রী, টুথপেস্ট ইত্যাদি। এছাড়াও নানা ধরনের মেডিসিন অর্থাৎ বিভিন্ন ওষুধ আনতে চলেছে এই সংস্থাটি।মথুরায় আরএসএসের সংস্থা দিন দয়াল দাম প্রাথমিকভাবে ত্রিশটি কসমেটিক অনলাইনে বিক্রি করতে চলেছেন।খবর অনুযায়ী অক্টোবর মাস থেকে প্রতি মাসে এক লাখ টাকার সাজগোজের জিনিস ওষুধ এবং 3 লাখ টাকার এপারেল বিক্রি করবে বলে জানিয়েছেন সংঘের মুখপাত অরুণ কুমার।
দেখা যাক আয়ুর্বেদী পতঞ্জলি এর সামনে কীভাবে এই প্রোডাক্ট গুলি নিজের স্থান করে নেয়। ।