Skip to content

শাহরুখ সালমান নন বরং বাংলা সিনেমার এই অভিনেতাই ছিলেন মাধুরীর প্রথম ছবির নায়ক

madhuri dixit

নিজের সমসাময়িক প্রায় প্রত্যেক অভিনেত্রীকে টেক্কা দেবার ক্ষমতা রাখতেন মাধুরী দীক্ষিত। শাহরুখ খান থেকে শুরু করে সঞ্জয় দত্ত, অনিল কাপুর থেকে শুরু করে বিনোদ খান্না বলিউডের প্রায় সকল অভিনেতার সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে প্রেমে পড়েছিলেন সঞ্জয় দত্তের কিন্তু পরবর্তীকালে ডক্টর নেনেকে বিয়ে করে পাকাপাকিভাবে বিদেশে পাড়ি দেন মাধুরী দীক্ষিত।

madhuri dixit (1)

বিনোদনের পর্দায় সব থেকে বেশি শাহরুখ খান এবং অনিল কাপুরের সঙ্গে সফল জুটি বেঁধেছিলেন মাধুরী দীক্ষিত। অভিনয়ের পাশাপাশি অনবদ্য নাচের জন্য বহুবার প্রশংসিত হয়েছেন মাধুরী। বিবাহ করার পর বেশ কিছু বছর ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন তিনি তবে ছেলেরা বড় হবার পর আরো একবার মুম্বাইতে ফিরে ইন্ডাস্ট্রির সঙ্গে সংযোগ স্থাপন করেছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

madhuri

মাধুরী দীক্ষিতের বিপরীতে বহু নায়ক অভিনয় করলেও আপনি কি জানেন মাধুরী দীক্ষিতের প্রথম নায়ক কে ছিলেন? মাধুরী দীক্ষিতের প্রথম সিনেমার নায়ক ছিলেন অভিনেতা তাপস পাল। হীরেন নাগের ছবি “অবোধ” সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন মাধুরী, যখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর।

tapas pal with madhuri

১৯৮৪ সালের মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি হয়তো আমরা অনেকেই দেখিনি বা সিনেমার কথা অনেকেই জানিনা কিন্তু এই সিনেমাতেই মাধুরী দীক্ষিত প্রথম অভিনয় করেছিলেন এবং একজন বাঙালি অভিনেতার বিপরীতে অভিনয় করেছিলেন যা সত্যি আমাদের বাঙালি হিসেবে গর্বিত করে।