Forbes এর ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় ভারতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের কৃৃতিত্বের ছাপ রেখেছেন৷ ১০০ জনের তালিকায় রয়েছেন মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, জার্মান চান্সেলর অ্যাঙ্গেলা মর্কেলের মতো বিশিষ্টরাও।
মর্কেল ইউরোপের সবচেয়ে প্রভাবশালী নেতা।ইউরোপের বৃহত্তম অর্থনীতির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে তাঁর হাতেই।
সেইসঙ্গে Forbes এর তালিকায় রয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার , HCL-এর সিইও রোশনি নাদার মালহোত্রা। এই নিয়ে একটানা ১০ বার Forbes এক প্রভাবশালী মহিলাদের তালিকায় রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মর্কেল। এবারের ১০০ জনের তালিকায় রয়েছেন দশ দেশের প্রধান, ৩৮ জন সিইও, Forbes এর তরফে জানানো হয়েছে৷ সকলেই নিজ নিজ কাজের ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল৷
মোবাইল ক্যামেরার মাধ্যমে দ্রুত হতে পারে করোনা পরীক্ষা দাবি মার্কিন গবেষকদের
৪১তম স্থানে রয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলান যিনি তিনি প্রভাবশালী।ফোর্বস মনে করছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের অর্থমন্ত্রীর পদে থাকার দরুন এমনিতেই চুড়ান্ত প্রভাবশালী নির্মলা। সেই সঙ্গে তিনি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থাভাজন।রোশনি নাদার মালহোত্রা রয়েছেন ৫৫তম স্থানে। ৬৮ তে কিরণ মজুমদার শ।দেশের ‘সেলফ মেড’ মহিলা শিল্পপতিদের মধ্যে সবচেয়ে ধনী তিনিই।
তাঁর সংস্থা বায়োকন এশিয়ার অন্যতম বড় ওষুধ প্রস্তুতকারী সংস্থা। ল্যান্ডমার্ক গ্রুপের প্রধান রেনুকা জগতিয়ানি রয়েছেন ৯৮তম স্থানে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোর্বসের তালিকায় ৩৯তম স্থানে রয়েছেন।