টলিউডে বিতর্ক যেন থামতেই চায় না। শ্রাবন্তীর পর এবার টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মহলে গুঞ্জন উঠে গিয়েছে, টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নুসরাত জাহান। এমনকি শোনা যাচ্ছে খুব শিগগিরই নিখিল নুসরাতের বিয়ে ভেঙে যেতে পারে।
অনেক দিন ধরেই ব্যক্তিগত সমস্যা চলছিল। অশান্তি চলছে নুসরাতের সংসারে। তার প্রভাব পড়েছে সোশাল মিডিয়ায়৷ নুসরতের ইন্সটাগ্রামে দেখা যায় না নিখিলকে৷ এরমধ্যে গুঞ্জন উঠেছে যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান একসঙ্গে রাজস্থানে গিয়েছিলেন।
প্রসঙ্গত 2009 সালে জনপ্রিয় ব্যবসায়ী নিখিল জৈন এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। বিয়ের পর পর তাদেরকে বেশ খোশ মেজাজে দেখা গেছে। অশান্তির আঁচ টুকুও বোঝা যায় নি৷ কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কের তিক্ততা বোঝা যাচ্ছে৷
যদিও নিখিল তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোন কথা বলতে নারাজ। নুসরাত জাহান এর সঙ্গে তার সম্পর্ক নিয়েও তিনি একেবারে মুখে কুলুপ এঁটেছেন। 8 জানুয়ারি ছিল নুসরাতের জন্মদিন। সারাদিন তার ভক্ত এবং বন্ধুরা শুভেচ্ছা জানিয়েছেন৷
দুঃসংবাদ! ফাইজারের ভ্যাকসিন নেওয়ার ১৬ দিন পর মৃত্যু চিকিৎসকের, চাঞ্চল্যকর ঘটনা
কিন্তু নুসরাত-নিখিলের সম্পর্কের তিক্ততা স্পষ্ট হলো নিখিলের ইনস্টাগ্রাম থেকে। জন্মদিনে নুসরাতকে নিয়ে একটি পোস্ট করেনি নিখিল। এমনকি নুসরাতের জন্মদিনের পার্টিতে দেখা যায়নি নিখিলকে। গত 7 মাস ধরে নুসরাতের ইনস্টাগ্রাম থেকে গায়েব নিখিল। অথচ যশ দাশগুপ্ত নুসরাতের ফ্যান পেজ থেকে শেয়ার হয়েছে যা কিছু তার সবকিছুই নিজের প্রোফাইল থেকে শেয়ার করেছেন নুসরত৷
গত 29 ডিসেম্বর একসঙ্গে আজমীর শরীফ দরগায় দেখা গিয়েছে যশ নুসরত এই জুটিকে। তাদের ফ্যান পেজ থেকে তাদের আজমির দর্শনের একাধিক ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে। খাজা মইনুদ্দিন চিশতির দরগায় পৌঁছেছিলেন নুসরাত জাহান। এসব দেখেই প্রশ্ন উঠছে তাহলে কি বছর গড়াতে না গড়াতেই কি ভাঙ্গনের পথে নুসরাতের সংসার?