চাকরিজীবীদের জন্য সুখবর৷ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন বা ইএসআইসি এবার জরুরিকালীন চিকিৎসার জন্য তাদের নিয়মে বদল আনল৷ অসুস্থ অবস্থায় জরুরি চিকিৎসার প্রয়োজন হলে কাছের যে কোন বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন বর্তমানে ইএসআই প্রকল্পের আওতায় বীমাকৃত ব্যক্তি বা তার পরিবারের সদস্যরা চিকিৎসা পরিষেবা পেতে পারেন। তার জন্য কোন ইএসআই হাসপাতালে যেতে হয়। সেখান থেকে তাদের অন্য কোনো হাসপাতাল বা প্রয়োজনে প্যানেলের বাইরে থাকা বেসরকারি হাসপাতালে রেফার করা হয়। তারপর তারা বাইরের কোথাও গিয়ে ইএসআই এর সুবিধা পেয়ে থাকেন৷
কিন্তু এবার বদলাচ্ছে নিয়ম। ট্রেড ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন, সোমবার আয়োজিত বোর্ডের একটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে যে কোনো বেসরকারি হাসপাতালেই ইএসআই এর সুবিধা পাবেন৷
আপনার PF অ্যাকাউন্ট রয়েছে? তাহলে আপনিও পেতে পারেন এইসব সুবিধাগুলি
হৃদ রোগের ক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন। সে ক্ষেত্রে ইএসআই হাসপাতাল থেকে ঘুরপথে অন্য কোন হাসপাতালে যেতে হলে অনেকটা সময় লেগে যায় এবং সেক্ষেত্রে রোগের আশঙ্কা থেকে যায়। তাই এখন থেকে প্যানেলের যে কোন বেসরকারি হাসপাতালের জরুরি চিকিৎসার জন্য ভর্তি হতে পারবেন। প্যানেলভুক্ত হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য নগদ অর্থব্যয় এর প্রয়োজন হবেনা। এর বাইরে বেসরকারি হাসপাতালের খরচ সুবিধাভোগীকে প্রাথমিকভাবে বহন করতে হবে। পরে সেই টাকা গ্রাহককে ফিরিয়ে দেওয়া হবে।