Skip to content

100 টাকার নিচে ভোডাফোন, জিও ও এয়ারটেলের নতুন অফারের চমক।

যেদিন থেকে টেলিকম ডিজিটাল দুনিয়ায় জিও পা রেখেছে সেদিন থেকেই অন্যান্য টেলিকম সংস্থাগুলির নড়েচড়ে বসেছে। জিও আসার পর থেকেই এয়ারটেল ও ভোডাফোন রীতিমতো ইউজারদের অফার দিতে শুরু করেছে। বর্তমানে জিও,এয়ারটেল এবং ভোডাফোনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।এবার আমরা দেখবো 100 টাকার নিচে জিও,এয়ারটেল এবং ভোডাফোন কী কী প্ল্যান নিয়ে এলো বাজারে-

110 টাকার ভিতরে রিলায়েন্স জিও তে রয়েছে 19 টাকা, 52 টাকা এবং 98 টাকা প্যাক। 19 টাকার এই প্যাকটিতে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কল, 20 টি এস এম এস আর সাথে 150 mb ডাটা একদিনের জন্য।আর 52 টাকার প্যাকটিতে পাওয়া যাচ্ছে 70 টি এসএমএস এবং সাত দিনের জন্য 150 এমবি ডাটা। 98 টাকা এই প্যাকটিতে 28 দিনের জন্য 2 জিবি ডাটা আনলিমিটেড কল এবং 300 টি এস এম এস পাওয়া যাবে।

অপরদিকে এয়ারটেলের 29 টাকার প্যাক টিতে 520 এমবি ডাটা পাওয়া যাবে 28 দিনের জন্য। 49 টাকার প্যাকটিতে 3 জিবি ফোরজি’র হাই স্পিড নেট মিলবে একদিনের জন্য। আর 92 টাকার প্যাকটিতে মিলবে 6 জিবি নেট 28 দিনের।

100টাকার ভিতরে সবথেকে বেশি প্ল্যান ভোডাফোনেরই আছে মোট ছয়টি প্ল্যান রয়েছে। সবথেকে কমা প্ল্যানটি হলো 27 টাকার। এতে মোট 200 mb ডাটা পাওয়া যাবে। আর সবথেকে দামি প্লান্টি হলো 99 টাকা এতে ইউজাররা পাবেন 1 জিবি ডাটা 99 দিনের জন্য।এছাড়া ভোডাফোনের রয়েছে 48 টাকা প্ল্যান যে প্ল্যানে আপনি পাবেন 1 জিবি ফোরজি ডাটা 28 দিনের জন্য।