Skip to content

জিও কে টেক্কা দিতে এই সংস্থা দিল এক নতুন অফার এই অফারে আপনি পাবেন….

মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলো একের পর এক নতুন নতুন অফার গ্রাহকদের জন্য নিয়ে আসছে । এবার ভোডাফোন নিয়ে এলো এক বিরাট সুখবর তাদের গ্রাহকদের জন্য, মাত্র ৯৯ টাকা পেয়ে যান ভয়েস কলিং এর সুযোগ, এই প্ল্যানটিতে আপনারা আনলিমিটেড কল করতে পারবেন ২৮ দিনের জন্য, এর সাথে আপনি রোমিং, এসটিডি কলিং এর সুবিধাও থাকবে।জিও বাজারে আসার পর থেকেই মার্কেটকে পুরোপুরিভাবে নতুন নতুন অফার দিয়ে ভালো ভাবে ধরে রেখেছে, কিন্তু অন্যান্য মোবাইল নেটওয়ার্ক প্রদান করি সংস্থাগুলি আর পিছনে থাকবে না।

তারাও এবার আমাদের জন্য নিয়ে আসছে নতুন নতুন প্ল্যান । গ্রাহকদের আকর্ষণের জন্য ভোডাফোন যে প্লানটি নিয়ে এসেছে তাতে দুটি অফার রয়েছে একটি ৯৯ ও ১০৯ টাকার ।৯৯ টাকার অফারটা তো আপনাদেরকে আগেই বললাম, এবার হলো ১০৯ টাকার প্ল্যানটি, এই অফারটিতে আপনি প্রতিদিন ১জিবি করে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ,এর সাথে সপ্তাহে থাকবে 1000 মিনিট কলিং । ভোডাফোন অ্যাপ থেকে আপনারা রিচার্জ করতে পারবেন, তাই আর দেরি না করে আপনি যত শীঘ্র পারেন রিচার্জ করিয়ে ফেলুন এছাড়াও বিএসএনএল কিছুদিনের মধ্যেই নতুন কিছু অফার নিয়ে আসতে চলেছে বাজারে, ভোডাফোনের এই প্যাকেজ আনার পর থেকে তার প্রতিযোগী কম্পানী গুলি চিন্তা মগ্ন হয়ে পড়েছে।