আগামী অর্থবর্ষ থেকে শ্রম মন্ত্রণালয় শ্রমিক আইনের (labour law) পরিবর্তন করতে চলেছেন৷ এর ফলে বাজারে শ্রমিকদের বাড়তি কিছুটা মুনাফাও হবে। আশা করা হচ্ছে, নতুন শ্রম আইনের সমস্যাও দূর করার চেষ্টা করবে সরকার।
জানা যাচ্ছে, সরকার শ্রম আইনের বদল করেছে৷ কাজের নির্দিষ্ট সময়ের পর ১৫ মিনিটও যদি ওভারটাইম করা হয়, সেক্ষেত্রে সংস্থা অতিরিক্ত অর্থ দিতে বাধ্য থাকবে কর্মচারীকে।
পুরোনো নিয়মে কাজের নির্দিষ্ট সময়ের পর ৩০ মিনিট অতিরিক্ত কাজ করলে, তার জন্য অতিরিক্ত অর্থ দেওয়া হত শ্রমিককে। কিন্তু এখন সরকারের নতুন আইনে ৩০ মিনিটের বদলে তা ১৫ মিনিট করা হয়েছে। অর্থাৎ, কোন শ্রমিক তাঁর নির্ধারিত সময়ের থেকে যদি ১৫ মিনিট বেশি কাজ করেন তাহলে অতিরিক্ত পারিশ্রমিক পাবেন৷
শ্রম মন্ত্রণালয় এই নতুন আইনের বিষয়ে সমস্ত সংস্থার সঙ্গে আলোচনা করে এই মাসের শেষের দিকে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করবে এবং এই নতুন আইন কার্যকর করতে পারে। শ্রম মন্ত্রণালয়ের এই নতুন আইনে একদিকে যেমন শ্রমিকদের ১৫ মিনিট ওভারটাইমেরও বেতন মিলবে, তেমনই থাকবে পিএফ এবং ইএসআই।
অনেক সংস্থাই কর্মীদের অতিরিক্ত কাজ করিয়ে নিতেন। অতিরিক্ত কাজের জন্য বেতন দিতেন না। এবার সেই অন্যায় এর কিছুটা হলেও অবসান হবে বলেও মনে করা হচ্ছে৷ এখন এই আইন কার্যকর হলে সংস্থার তরফে কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার