Skip to content

আপনি কী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? সুখবর! রাজ‍্যে পৌরসসভায় নিয়োগ হতে চলেছে কর্মী।

সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে সুখবর আছে, রাজ্যের 4 পুরসভায় 100 র  বেশি কর্মী বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাশ।উত্তর 24 পরগনা তিনটি পৌরসভায় এবং নদীয়া জেলায় একটি পৌরসভায় সমস্ত কর্মী নিয়োগ করা হবে। চারটি পুরসভা হলো দমদম পুরসভা, ফুলিয়া পুরসভা, কল্যানি পুরসভা, গারুলিয়া পুরসভা।পৌরসভার মোট 55 টি শূন্য পদ রয়েছে তার মধ্যে নার্স, মেডিকেল অফিসার, ওয়ার্ড মাস্টার,ক্লার্ক, মজদুর, অ্যাসিস্ট্যান্ট ক্যাশ ইয়ার, হেলপার,স্যানিটারি এসিস্ট্যান্ট, অ্যাম্বুলেন্স অ্যাসিস্ট্যান্ট,টিচার,ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হবে।

গারুলিয়া পৌরসভায় মোট 26 জনকে নিয়োগ করা হবে তার মধ্যে ক্লার্ক, টিচার, অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি,বার্নিং ঘাট রেকর্ডার পদ গুলি রয়েছে।কল্যাণী পৌরসভায় 10 জন কর্মী নিয়োগ হবে যাদের মধ্যে অসিস্ট্যান্টই ইঞ্জিনিয়ার (সিভিল),সাব অ‍্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)এসিস্টেন ইঞ্জিনিয়ার(এলসিই), একাউন্টেন্ট ক্যাশিয়ার এবং ক্লার্ক।বাদুড়িয়া পৌরসভায় আবেদনের শেষ তারিখ 12 ই অক্টোবর এবং কল্যাণী পৌরসভা আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর। দমদম পৌরসভা এবং গারুলিয়া পৌরসভা আবেদনের শেষ তারিখ যথাক্রমে 29 সেপ্টেম্বর এবং পহেলা অক্টোবর। এই নিয়োগ সংক্রান্ত আরো বিশদে জানতে পৌরসভার ওয়েবসাইডে দেখেনিন।