Skip to content

বাজারে আসতে চলেছে নতুন গেমিং স্মার্টফোন।জানতে..

রেজার ফোন এর কথা মনে আসতেই সর্বপ্রথম যা মনে পড়ে তাহলে গেমিং। আসলে তা মনে করার কারণ রেজার ফোন তৈরি হয়েছিল গেমিং এর জন্য। ফোনটি দেখতে অত্যন্ত হাইফাই পারফর্মিং যুক্ত ফোনের সঙ্গে কিছু অ্যাটাচমেন্ট-এর সাথে এই ফোনটি বিশ্বের প্রথম গেমিং ফোন হিসেবে বিশ্বের কাছে প্রদর্শিত হয়। এখন রেজার ফোন এর সাকসেশ্বর আসতে চলেছে, রেজার ফোন 2। যদিও কম্পানি থেকে এর সম্বন্ধে কোন তথ্য এখনো ভালোভাবে বলা হয়নি,তবে সূত্র অনুসারে এই ফোনটির সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়।ফোনটির মধ্যে Snapdragon 845 চিপসেট ব্যবহার করা হয়েছে যা 630 GPU এর সাথে আসবে।

8gb RAM 512gb ROM একসাথে অ্যান্ড্রয়েড লেটেস্ট আপডেট ওরিও থাকবে এই ফোনটিতে। এর সাথে ফুল এইচডি (FHD+) প্লাস ডিসপ্লে সাথে ফোনটি লঞ্চ করা হবে বলে অনুমান করা যাচ্ছে। আশা করা যাচ্ছে এই ফোনটির সাতেও কিছু বিশেষ অ্যাটাচমেন্ট এই ফোনটিকে বিশ্বের দ্বিতীয় সব থেকে ভালো গেমিং ফোন করে তুলবে। তাই এখন শুধু অপেক্ষা এই ফোনটি লঞ্চ হওয়ার।