শুধুমাত্র ভারতীয় গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এল নেটফ্লিক্স (Netflix), একদম বিনামূল্যে ভারতীয় গ্রাহকেরা লাভ উঠাতে পারবেন নেটফ্লিক্সের যেখানে রয়েছে অগণিত সিনেমা। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই হাতের মুঠোয় দেওয়া হয়েছে এই সুযোগ। তবে বিষয়টি নিয়ে একটু স্পষ্ট করে বলা যাক অনলাইনে শুরু হতে চলেছে সবচেয়ে বড়ো ‘ফিল্ম ফেস্টিভ্যাল’ যার নাম দেওয়া হয়েছে স্ট্রিম-ফেস্ট (Streamfest)। যেখানে ভারতীয়রা এই চলচ্চিত্র উৎসবের আমেজ উঠাতে পারবেন ফোন, ল্যাপটপ, কম্পিউটার থেকে স্মার্ট টিভি পর্যন্ত। শুধুমাত্র ভারতীয় গ্রাহকদের জন্যই এই অফারটির ঘোষণা করা হয়েছে যেখানে এই অফারটির বৈধতা থাকবে দুদিনের জন্য এক্ষেত্রে ভারতীয় দর্শকেরা সম্পূর্ণ বিনামূল্যে নেটফ্লিক্স দেখতে পারবেন দিতে হবে না সেক্ষেত্রে কোন কার্ড ডিটেইলস।
শুধুমাত্র নাম ই-মেইল আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললেই এই বিনোদনের দরজা খুলে যাবে দর্শকদের কাছে তবে এক্ষেত্রে অফারটি মাত্র দুদিনের জন্য দেওয়া হয়েছে যেখানে এই অফারটি শুরু হবে ডিসেম্বরে 5 তারিখে যার বৈধতা থাকবে আগামী 6 তারিখ রাত 12 টা পর্যন্ত।নেটফ্লিক্সের সিওও গ্ৰেগ পিটার্স জানিয়েছেন আমরা এই পরিকল্পনা নিয়ে অত্যন্ত উৎসাহী রয়েছি ভারতে নেটফ্লিক্সে কী আছে তা এবার অসংখ্য মানুষ বুঝতে পারবে। এক্ষেত্রে সপ্তাহের শেষে দুটি দিনে বিনামূল্যে নেটফ্লিক্স দেখতে পাওয়া মানে খুব ভালো ব্যাপার যার দরুন আগামী দিনে বিপুল সংখ্যক মানুষ নেটফ্লিক্সের সাথে যুক্ত হতে পারেন বলে তিনি আশাবাদী রয়েছেন।
বলে রাখি এক্ষেত্রে কিন্তু এইচডিতে (HD) ছবি বা সিরিজ গুলি দেখা যাবে না দেখা যাবে স্ট্যান্ডার ডেফিনেশন অর্থাৎ SD কোয়ালিটি তে। এর আগে ফ্রীতে Netflix ব্যবহার করার সুযোগ থাকলেও বর্তমানে কিন্তু ভারতে নেটফ্লিক্সের কোন ট্রায়াল পিরিওডের সুযোগ নেই শুধু ভারতেই নয় ভারতের মতো আরো অনেক বাজারেই নেটফ্লিক্সে 30 দিনের যে ফ্রীতে ট্রায়াল পিরিয়ড টি ছিল সেটি তুলে দেওয়া হয়েছে বর্তমানে।যার দরুন ভারতীয় গ্রাহকেরা যদি নেটফ্লিক্সের আনন্দ উঠাতে চান তাহলে সে ক্ষেত্রে প্রয়োজন পড়ে 199 টাকার প্ল্যানের।