প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম দিনের দিনই বারাণসীর এক জনসভায় প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন মোদিজী।তিনি কংগ্রেস সরকারকে মন্তব্য করে বলেন, মনমোহন সিং এর সময়কালে বারাণসী ‘ঈশ্বরের দোয়া’য়’ ছিল। প্রধান মন্ত্রী দাবিও জানান এই ৪ বছরে বারানসীতে উন্নতির জোয়ার এসেছে।এরসাথে তিনি জনতার উদ্দেশ্যে বলেন,”আপনারাই আমার প্রভূ,আমার হাই কমান্ড,তাই আপনাদের কাছেই আমাকে পাই পাই পয়সার হিসাব দিতেই হবে এটা আমার নৈতিক কর্তব্য।
কিন্তু কংগ্রেস পক্ষ কটাক্ষ করে বলেন,চার বছরে বারানসীকে পরিবর্তন করার যে দাবি জানিয়ে ছিলেন সেটি পূরণ হয়নি,বরং মোদি সরকার ক্ষমতায় আসার পরে বারাণসীর ক্রমশ অবনতি হয়েছে।তাই এখন নতুন নতুন প্রতিসূতি দিয়ে পুরোনো কেলেঙ্কারি গুলিকে ঢাকার চেষ্টা করছে।কংগ্রেস নেতা ‘কপিল’ সিব্বল মন্তব্য করেন,”মোদীজি বারানসিতে গিয়ে নিজের জন্মদিনে বাচ্চাদের অকুতোভয় হয়ে প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন।বলেছেন সেটা শিক্ষার অঙ্গ।বাচাদের বলা উচিত ছিল,আপনিও ভয় পাবেন না প্রশ্নের উত্তর দিতে!সেটাও শিক্ষার গুরুত্বপূর্ণ অঙ্গই হবে!
“আজ বারানসিতে নরেন্দ্র মোদি যে প্রকল্প গুলো ঘোষণা করেন,তার আর্থিক মূল্য ৫৫০ কোটি টাকা।যার মধ্যে রয়েছে কাশির জন্য ইন্টিগ্রেটেড পাওয়ার ,বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের জন্য ইনকুবেশন সেন্টার ,ইত্যাদি ‘।মোদিজী আরো জানান যে ,এখানে যে উন্নয়ন হয়েছে তা সবারই চোখে স্পষ্ট পড়েছে,যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যে উন্নয়ন অনেক বেড়েছে।