Skip to content

রাতারাতি ছেলে থেকে মেয়ে মুকেশ আম্বানি শাহরুখ সহ এই ১০ সেলিব্রিটির মেয়ে রূপি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল

” হাঁস ছিল সজারুও (ব্যাকরন মানি না)।
হয়ে গেল “হাঁসজারু” কেমনে তা জানি না।” সুকুমার রায়ের ‘খিচুড়ি’ কবিতাটি ভীষণভাবে প্রাসঙ্গিকতা পেয়েছে আজকের এই খবরের সাথে। আমরা এমনই কিছু খিচুড়ি জাতীয় খবরের প্রসঙ্গে আসবো যা মিলেমিশে এক মশলাদার টেস্টি খবর হয়ে উঠেছে। খবরের মধ্যেও যে এত মশলা থাকতে পারে তা না পড়লে বোঝা যাবে না। আসুন আজকের যে বিষয়ে আলোচনা করব তার একটি ঝলক দেখি।

শাহরুখ খান (Sharukh Khan) : বলিউড যাকে কিং খানও বলা হয়। বর্তমানে তাঁর বয়স ৬০ ছুঁই ছুঁই কিন্তু এখনো তাঁকে দেখে বোঝবার জো নেই। সম্প্রতি তাঁর ছবি পাঠান রিলিজ করেছে। তাঁকে ঘিরে উন্মাদনারও কমতি নেই। তবে কেমন হতো যদি শাহরুখ খান মেয়ে হতেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় ফুটে উঠেছে।

মুকেশ আম্বানি (Mukesh Ambani) : বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় অন্যতম তিনি। তবে মুকেশ আম্বানি হয়ে যতটা জনপ্রিয় মানুষের কাছে তিনি ঠিক মেয়ে হলে কেমন দেখতে লাগতো সেই ছবি সোশ্যাল মিডিয়ার পাতায়।

নোরা ফাতেহি (Nora Fatehi)  : অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, যার হট লুকসে সকলেই কুপোকাত। কিন্তু তিনি যদি মেয়ে না হয়ে ছেলে হতেন ঠিক কেমন দেখতে লাগতো? তাঁর ফ্যান ফলোয়ার্স কী একই থাকতো? সেই ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।

অক্ষয় কুমার (Akshay Kumar) : যিনি বলিউডে ”খিলাড়ি’ হিসাবেই পরিচিতি পেয়েছেন। তবে এই খিলাড়ি যদি মেয়ে খিলাড়ি হতেন তাহলে দর্শকের মনে কি ঝড় তুলতেন সেই ছবি ভাইরাল হয়েছে।

প্রভাস (Pravash) : দক্ষিণের সুপারস্টার। দক্ষিণী ইন্ডাস্ট্রির সাথে সাথে বর্তমানে বলিউডের সবাই তাঁর অন্ধ ভক্ত হয়ে গেছে। কিন্তু তিনি যদি বিপরীত লিঙ্গের হতেন তাহলে কেমন দেখতে লাগতেন? সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল পেজে। তবে প্রভাসের এই নতুন লুকসের প্রশংসা সকলেই করেছেন।

দীপিকা পাডুকোন (Deepika Padukone) : তাঁর অ্যাথলেটিক ফিগার এবং অনবদ্য অভিনয় দর্শকদের মনে বিশেষত পুরুষদের হৃদয় হিন্দোল জাগিয়েছে। পুরুষ হলে ঠিক কেমন দেখতে হত সেই ছবি রইল সোশ্যাল মিডিয়ার পাতায়।

অজয় দেবগন (Ajay Devgan) : সম্প্রতি বলিউডের সিংঘাম আমাদের উপহার দিয়েছে দৃশ্যম টুয়ের মত সিনেমা। অভিনব অভিনয় দক্ষতা তাঁকে আরও দিন দিন আকর্ষণীয় করে তুলছে, কিন্তু তিনি যদি মেয়ে হতেন তাহলেও কি তার এত জনপ্রিয়তা থাকতো? তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে সোশ্যাল মিডিয়ার পাতায়। তাঁর নতুন লুকস নিমেষে ভাইরাল হয়েছে।

বিরাট কোহলি (Virat Kohli) : জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার, তার সাথে অজস্র মহিলা ভক্ত রয়েছে তাঁর, তিনি মহিলাদের হার্টথ্রব। তবে অনুষ্কার স্বামী হিসেবে আমরা এতদিন তাঁকে দেখেছি কিন্তু তিনি মেয়ে হিসেবে কতটা সুন্দর হয়ে উঠতে পারেন তা ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ার পেজে। যেখানে মেয়ে হিসেবেও তাকে এতটাই কিউট লাগছে যে অনেক ছেলেই তার প্রেমে পড়ে যেতে পারেন।

আলিয়া ভাট (Alia Bhatt ) : মহেশ ভাটের মেয়ে তিনি। তাঁর মনোমুগ্ধকর মিষ্টি হাসির ভক্তের সংখ্যা অজস্র। তার এখন আরও একটি পরিচয় রয়েছে তিনি রনবীর কাপুরের স্ত্রী। তবে তার নতুন লুকস ইতিমধ্যে ঘায়েল হয়েছে বহু মহিলা।

প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে তা হল যিনি এই এত কর্মকাণ্ড করলেন তাঁর পরিচয়টা কী? তিনি হলেন মাধব কোহলি। তিনি একজন জনপ্রিয় শিল্পী। তিনিই “এ আই” এর মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কিছু আপলোড করেছেন যা এখন সোশ্যাল মিডিয়ার হট কেক বলা যেতে পারে।মুড়ি মুড়কির মতো বিকোচ্ছে এই খবর।