করোনা পরবর্তী সময় চারপাশে অনেক কিছুই বদলে গিয়েছে। ‘নিউ নর্মাল’ এ কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, অন্নপূর্ণা (Annapurna) এবং অন্ত্যেদয় (Antyodaya) অন্ন যোজনার মাধ্যমে রেশন নিতে হলে মোবাইলের ওটিপি (Mobile OTP) বাধ্যতামূলক৷ এই রেশন ব্যবস্থায় দেশের বহু মানুষ প্রতি মাসে উপকৃত হবেন৷
বায়োমেট্রিক পদ্ধতির বদলে মোবাইলে ওটিপি আসবে৷ বায়োমেট্রিকে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকলেও, মোবাইল ওটিপি সম্পূর্ণ নিরাপদ৷ ১ ফেব্রুয়ারি থেকে দেশে এই নিয়ম চালু হয়েছে৷ তেলেঙ্গানায় সবার প্রথমে এই নিয়ম চালু হয়৷ ধীরে ধীরে দেশের অন্য রাজেও শুরু হয়ে যাবে৷
হায়দরাবাদের মুখ্য রেশনিং অফিসারের জানিয়েছেন , “তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও রাঙ্গারেড্ডি জেলাগ ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে রেশন বিতরণ করবে৷ ওটিপি যাচাই হওয়ার পরেই ৬৭০টি নায্য মূল্যের দোকান থেকে রেশন দেওয়া হবে৷ হায়দরাবাদে ৫ লক্ষ ৮০ হাজার ৬৮০ জনের রেশন কার্ড রয়েছে৷ রাঙ্গারেড্ডিতে সংখ্যাটা ৫ লক্ষ ২৪ হাজার ৬৫৬৷ সমস্ত কার্ডধারীদের ফোন নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার পরামর্শ দেওয়া হয়েছে।”
ভারতে ১৮ বছর বয়সের পর যে কোনও ব্যক্তি রেশন কার্ডের আবেদন করতে পারেন৷ রেশন কার্ডে পরিবারের প্রধান ও বাকিদের তথ্যও থাকবে৷
কীভাবে আবেদন করবেন?
সাহায্য জোটেনি, কেউ ছুঁচ্ছিল না বৃদ্ধের দেহ! নিজে কাঁধে বয়ে সৎকার করলেন এই লেডি সাব ইন্সপেক্টর
প্রতি রাজ্যের ফুড পোর্টালে অনলাইনে আবেদন করা যাবে৷ নিজ রাজ্যের ওয়েবসাইটে গিয়ে একটি পিডিএফ ফর্ম ডাউনলোড করতে হবে।
এরপর আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা যে কোনও সচিত্র পরিচয়পত্র প্রয়োজন হয়। অনলাইন ফি ৫ থেকে ৪৫ টাকা পর্যন্ত হয়৷ টাকা দেওয়ার পর তা যাচাই করতে পাঠানো হয়।
৩০ দিনের মধ্যে যাচাই করা হয়ে যায় সাধারণত৷ তবে প্রদত্ত নথি যদি যাচাইয়ের সময় না মেলে তাহলে আবেদন বাতিল হয়ে যায়।
আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (PAN Card), পরিবারের যে প্রধান অর্থাৎ অভিভাবকের পাসপোর্ট সাইজ ফটো (Passport-size photo of the Family head), আয়ের প্রমাণপত্র (Income Certificate), গ্যাস কানেকশনের বিস্তারিত তথ্য, তপশিলি ও অনগ্রসর শ্রেণি হলে কাস্ট সার্টিফিকেট, ব্যাঙ্কের পাসবই (Bank Passbook), রেজিস্ট্রেশনের সময় মোবাইল নম্বর প্রয়োজন৷