খুব কম বাঙালি রয়েছেন যারা বলিউডে (Bollywood) নিজের স্থান অর্জন করেছিলেন নিজের দক্ষতা দ্বারা। আমরা কাজল বা রানী মুখার্জির কথা বলতেই পারি কিন্তু কাজল বা রানী মুখার্জি কিন্তু এমন একটি পরিবার থেকে উঠে এসেছিলেন যে পরিবারের বহু মানুষ বলিউডের সঙ্গে ওতপ্রত ভাবে যুক্ত ছিলেন। কিন্তু এমন একজন বাঙালি আছেন যিনি সেই সময় বলিউডে এসে নিজের জায়গা তৈরি করেছেন যে সময়ে বলিউডে একাধিক সুপারস্টার রাজত্ব করছিলেন। ঠিকই ধরেছেন, কথা বলছি মিঠুন চক্রবর্তীর, যিনি শুধু বাংলার নন সারা বিশ্বের কাছে মহাগুরু।
তবে মিঠুন চক্রবর্তী যতটা সাফল্য অর্জন করেছিলেন ততটা কিন্তু সাফল্য অর্জন করতে পারেননি তার কোন পুত্র। কিন্তু মিঠুন চক্রবর্তী দত্তক কন্যা দিশানী চক্রবর্তী কিন্তু কিছুটা হলেও পিতার দেখানো পথে হাঁটছেন বেশ ভালোভাবেই। যারা চেনেন না দিশানী চক্রবর্তীকে তাদের উদ্দেশ্যে বলি, দিশানী হলেন মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা।
বর্তমানে ক্যালিফোর্নিয়ায় রয়েছেন তিনি। তিন দাদা এবং পিতা-মাতার খুব আদরের কন্যা দিশানি। গ্লামারের দিক থেকে যেকোনো বলিউড কিডদের পেছনে ফেলে দেবেন মিঠুন কন্যা। অসাধারণ সুন্দরী তিনি। তবে এখনই লাইন লাইটে আসতে চাইছেন না দিশানি বরং নিজেকে বলিউডের জন্য প্রস্তুত করছেন তিনি। নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমী থেকে পড়াশুনা করে নিজেকে যোগ্য করে তুলতে চাইছেন সকলের কাছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরের দ্যা মোনার্ক ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্কুল জীবন শেষ করেছিলেন তিনি। এরপর হোলি শর্ট নামক একটি শর্ট ফিল্মের হাত ধরে অভিনয় জগৎ শুরু করেছিলেন দিশানি। যদিও পুরোপুরিভাবে লাইনলাইটে আসার আগেই কিছুটা নিজেকে পোক্ত করে তোলার জন্য এখন ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করছেন অভিনয় নিয়ে।
অভিনয় ছাড়াও লেখালেখিতেও বিশেষ আগ্রহী তিনি। ক্যালিফোর্নিয়ায় একটি সারমেয়কে নিয়ে একাই থাকেন দিশানি। লেখাপড়া এবং অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাকটিভ মিঠুন কন্যা। মাঝে মাঝেই পিতা-মাতা বা দাদাদের ছবি পোস্ট করে নিজের পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করেন দিশানী চক্রবর্তী। দিশানী ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কবে নিজের প্রিয় মানুষকে বড় পর্দায় দেখতে পাবেন তারা।