Skip to content

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান পঞ্চায়েত প্রধানসহ বহু নেতা কর্মীদের।

বছর শেষ না হতে হতেই তোড়জোড় চলছে ভোটের জন্য , 2018 শেষের দিকে হতে চলেছে মহারাষ্ট্র বিধানসভা ভোট । ভোটের শুরুতে বড় বড় ভোটের সিবির গুলি এই মহারাষ্ট্রের হওয়া ভোটকে 2019 এর হওয়া বিধানসভা ভোটের সেমী ফাইনাল হিসাবে ধরে নিচ্ছেন। কংগ্রেসের উপর একের পর এক ঝড় বয়ে চলেছে । এবার আরও বড়সড় ধাক্কা লাগলো কংগ্রেস শিবিরে। যেখানে কংগ্রেস শিবির তোড়জোড় চালাচ্ছে নিজেকে শক্ত পোক্ত করার জন্য সেখানে একের পর এক দল ছেড়ে নাম লেখাচ্ছে বিজেপিতে। রবিবারে রাতে ইশাগড়ে গ্রাম পঞ্চায়েত সমেত কিছু দলীয় কর্মী যোগদান করেন বিজেপিতে।

প্রসঙ্গত শনিবার অমিত শাহের দেওয়া বক্তৃতার পর থেকে অনেকজন নাম লিখিয়েছেন বিজেপিতে। যার মধ্যে বলা হয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের নাম ও নাকি রয়েছে। বিজেপির দাগা তোপে শিকার হয়ে উঠেছে কংগ্রেস শিবির একের পর এক নেতা । নেতাদের যোগদান মনে হচ্ছে এবার ক্ষমতায় আনবে বিজেপিকে , গত রবিবার কিছু দলীয় কর্মী নারায়ন দ্বিবেদী, বন্ধনা দ্বিবেদী ,ভাগবাদ দেয়াল, সন্তশ সেন মুকেশ কুমার সহ অনেকেই যোগদান করেছেন বিজেপিতে।সমীক্ষা রেজাল্ট তো আমরা আগেই জেনেছি এইভাবে চলতে থাকলে 2019 এ আরেকবার বিজেপিকে ক্ষমতায় আসতে কেউ আটকাতে পারবেনা।