Skip to content

মমতার ডাকে ব্রিগেডে তারকা সমাবেশ, নেত্রীর পাশে থাকছেন হেভিওয়েট নেতারা , দেখুন একনজরে…

সরকার ও কংগ্রেসকে রুখতে এবার ব্রিগেড সমাবেশ তৃণমূল সরকারের। তার মধ্যেই এবার সমাবেশে আসছেন অনেক হেভিওয়েট তারকা। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণে শুক্রবার এর মধ্যে আসতে চলেছেন হেভিওয়েট তারকারা । শুধু তাই নয় , এর সমাবেশ খুব ভালোভাবে প্রশাসনের দিক থেকে করা হবে প্রতিটি তারকার জন্য থাকবে একজন করে ডিসি। এর সাথে মাঠের চারপাশে দূরবীন যুক্ত সশস্ত্র সিপাই থাকবে। তাছাড়াও নামবে হেলিকপ্টার থেকে অনেক কামান্ডো। অন্যান্য মন্ত্রী ও তারকাদের কথা ভেবেই নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়া করা হয়েছে। তাহলে সমাবেশে কে কখন আসছে এক নজরে দেখে নেওয়া যাক,

সতীশ মিশ্র আসবেন রাত ৮ টা ১০ মিনিটে।  তাঁকে অভ্যর্থনা জানাবেন শুখেন্দু শেখর রায়।

শরত্ যাদব এবং যোগেশ কুমার আসছেন ১.২০ মিনিটে। তাঁকে অভ্যর্থনা জানাবেন সব্যসাচী দত্ত।

এম কে স্ট্যালিন আসছেন সন্ধ্যে ৬টা। তাঁকে আনতে যাবেন শশী পাঁজা।

অভিষেক মনু সিংভি আসছেন সন্ধ্যে ৭টা ৩৫ মিনিটে। তাঁকে অভ্যর্থনা জানাবেন  মানস ভুঁইয়া, মল্লিকার্জুন খাড়গে।

জিগ্নেশ মোভানি রয়েছে রাত ১১ টা ১০ মিনিটে। তাঁকে অভ্যর্থনা জানাবেন অসীম বসু।

হার্দিক পাটেল আসছেন সন্ধ্যা ৬ টা নাগাদ,  শত্রুঘ্ন সিনহা আসছেন রাত্রি ৮.২০ মিনিটে। তাঁকে  অভ্যর্থনা জানাবেন শতাব্দি রায়।

শারদ পাওয়ার কলকাতার পৌঁছচ্ছেন  বিকাল চারটায়।  তাঁকে অভ্যর্থনা জানাবেন  ব্রাত্য বসু।

অখিলেশ যাদব কলকাতায় পৌঁছবেন  বিকাল সাড়ে চারটেয়। তাঁকে আনতে যাচ্ছেন  নাজিমুল হক।

চন্দ্রবাবু নাইডু প্রাইভেট ফ্লাইটে আসছেন ব্রিগেডে।দীনেশ ত্রিবেদী  তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।

দেবগৌড়াকে দুপুর দেড়টায়  সুব্রত মুখোপাধ্যায় আনতে যাবেন ।

হেমন্ত আসবেন সাড়ে ১১টা নাগাদ। একটি ফ্লাইট বুকিং করা হয়েছে।

ফারুক আব্দুল্লাহ সন্ধে সাড়ে সাতটা নাগাদ আসবেন। তাঁকে  অভ্যর্থনা জানাতে যাবেন জাবেদ খান।

যশবন্ত সিনহা আসছেন রাত ১০.২০ মিনিটে। তাঁকে  অভ্যর্থনা জানাবেন পূর্ণেন্দু বসু।

অরুণ সুরিয়া আসছেন দুপুর ২টো নাগাদ। তাঁকে অভ্যর্থনা জানাবেন  মণীশ গুপ্ত।

অজিত সিং এবং জয়ন্ত চৌধুরী আসছেন সন্ধ্যা সাতটা নাগাদ। তাঁকে  রিসিভ করতে যাবেন দিনেশ বাজাজ।