এবার ভালোবাসা ডট কমের তোরা ওরফে মধুবনী খেলেন নয় মাসের সাধ। তারই ছবি তুলে ধরলেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়।স্টার জলসার ধারাবাহিক ভালোবাসা ডট কমের মধ্য দিয়ে পরিচয় হয় রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামীর। এই এই ধারাবাহিকের শ্যুটিংয়ের সেট থেকেই তাঁদের সম্পর্কটি প্রেমে পরিণত হয়। তারপর তাঁদের এই সম্পর্কটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়। মধুবনী এবং রাজা এখন বাবা মা হতে চলেছে।
View this post on Instagram
এর আগে তাদের সন্তান আসার সুখবরটি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিল মধুবনী। তারপর মধুবনী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৫ মাস এবং ৭ মাসের সাধের ছবিও শেয়ার করেছিলেন। মধুবনী পাঁচ মাস সাধের ছবিতে দেখা যায় ঠাকুরঘরে ৫ ফল দিয়ে ব্যবস্থা করা হয়েছে সাধের। সাত মাসের সাধের আয়োজন করা হয়েছিল নানান ধরনের ভাজাভুজি এবং নোনতা খাবার দিয়ে।
View this post on Instagram
এবার ৯ মাসের সাধের ছবি শেয়ার করতে গিয়ে মধুবনী লিখেছেন, ‘আজ আমার ৯ মাসের সাধ হল। আমার মামুনির হাতের পায়েসের কোনো জবাব হবে না!!! দই ইলিশের কথা তো ছেড়েই দিলাম! এইরকম দই ইলিশ গোটা কলকাতায় আর কেউ বানাতে পারে কিনা আমার সন্দেহ আছে! আর তপসে ফ্রাই আর কিং সাইজ গলদা চিংড়ি সত্যি কথা বলতে কি, একটা একটা করে খেলে পোষায় না জাস্ট! বেশ গোটা পাঁচেক খেলে তবে ঠিক আছে!!! সব মিলিয়ে দুপুরের খাওয়াটা বেশ জম্পেশ হয়েছে! রাজা তুমি শুটিং করে বাড়ি ফেরো, ডিনারে এগুলো তুমিও পাবে…’
View this post on Instagram
এর পাশাপাশি আরও লেখেন ‘করোনার জন্য কাউকে নিমন্ত্রণ করতে পারিনি। সবাই থাকলে মজাটা আরো ১০ গুণ হতো, কিন্তু কি আর করা যাবে। নিরাপত্তা আগে। আমার এই পরিস্থিতিতে ঝুঁকি নেওয়া একেবারেই চলে না। আশা করছি বুঝতে পারছো। আর তাই খাবার গুলো দেখে কেউ নজর দিও না প্লিজ।’
View this post on Instagram