Skip to content

এবার কোটা ব্যবস্থা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন লোকসভার স্পিকার সুমিত্রা মহজন..

সুমিত্রা মহজন বলেন সংবিধানের প্রণেতা বাবা সাহেব আম্বেদকর এই কোটা ব্যবস্থা চালু করেছিলেন 10 বছরের জন্য। এর উদ্দেশ্য ছিল সামাজিক বৈষম্য দূর করা এবং সামাজিক দিক থেকে পেছনে পড়ে যাওয়া মানুষদের ওপরে তোলার। কিন্তু তারপর থেকেই প্রতি 10 বছর অন্তর অন্তর এই বাস্তবতাটা কে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন এটা কি আদৌ ঠিক হচ্ছে, এই প্রশ্ন ছুড়ে দেন। তিনি আরো বলেন যে এতে দেশের কোন প্রকার মঙ্গল’ হবে না বলে মনে করেন।

 

এই ব্যবস্থা চালু করা হয়েছিল 1950 সালে সামাজিক সুযোগ থেকে বঞ্চিত পড়ে যাওয়া তপশীল জাতি এবং উপজাতিদের জন্য এ ব্যবস্থা চালু করা হয়েছিল। এবং তখনই চালু করা হয়েছিল সহকারী শিক্ষা ও প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে এই ব্যবস্থা।কিন্তু তারপর থেকে ক্রমশ বেড়েই চলছে এই সংরক্ষণে কোটা এবং যা আজ সর্বগ্রাসী চেহারা নিয়েছে,এবং আজ তা নিয়ে চালু হয়েছে রাজনৈতিক কারবার। এর মধ্যেই অভিযোগ উঠতে শুরু হয়েছে সংরক্ষণের ফলের মেধা ছাত্রদের অবহেলা করা হচ্ছে এদেশে। সম্ভবত এই কোটাব্যবস্থাকে খুব শীঘ্রই দূর করতে হবে সেই প্রশ্নকে আজ উসকে দিলেন সুমিত্রা মাহাজন‌।