Skip to content

লোকসভা নির্বাচন সার্ভে : আগত ২০১৯ নির্বাচনে নরেন্দ্র মোদী কেবল এতগুলি সিট পাবেন জানলে রাহুলও …

২০১৮ প্রায় শেষ, সব খবরের মধ্যে এখন তুঙ্গে রাজনৈতিক খবর । চর্চার মধ্যে রয়েছে সামনে লোকসভা ভোট। সবার একটাই প্রশ্ন ভারতীয় জনতা পার্টি ২০১৯ এ  কী আবার ক্ষমতায় আসবে ? আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৯ এ কতগুলো সিট এ জয়ী হবেন , আজ আমরা সেই বিষয়ে আলোচনা করবো ।যদিও সব রাজনৈতিক দলগুলি নিজের দলকে শ্রেষ্ঠ মনে করেন, কিন্তু জনসাধারণই জানেন কাজে তারা কতটা শ্রেষ্ঠ ! জনতা অনেক সরকার কেই ভরসা করে দেশ শাসনের ভার দিয়েছে, কিন্তু সবাই ঠিকমতো  বিশ্বাসে খাড়া হতে পারেনি , কিন্তু মোদি সরকার জনসাধারণের বিশ্বাসকে টিকিয়ে রাখতে পেরেছে ।

আপনারা তো জানেনই যে মোদি সরকার  অনেক পদক্ষেপ নিয়েছে যেটাতে  জনসাধরণকে অনেক সমস্যার মধ্যেও পড়তে হয়েছে কিন্তু তা সত্ত্বেও  বর্তমানে মোদি সরকারই জনসাধারণের কাছে শ্রেষ্ঠ । মোদি সরকার এই কাজ গুলির মাধ্যমে জনতার বিশ্বাসে দাঁড়িয়ে উঠতে পেরেছে। যদিও ২০১৯ সালে মোদি সরকার জয়লভ করবে কিনা তা নিয়ে কোনো সন্দেহ নেই।আপনাদের জনিয়ে দিই যে, আমরা যে নিউজটি নিয়ে  এসেছি এটি ইন্ডিয়া টুডে এর সার্ভে  দ্বারা প্রাপ্ত তালিকা  । ইন্ডিয়া টুডে সার্ভে অনুসারে এনডিয়ে  ২৮১টি সিটে, ইউপিয়ে ১২০টি ,এবং অন্য পার্টি ১৭০টি সিট পাবে। এতথেকে বোঝা যায় যে জনগন মোদীর কাজে অনেক সন্তুষ্ট এবং এর পরের বছরেও মোদি সরকার আসার সম্ভাবনা প্রায় নিশ্চিত।